• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রীলঙ্কা সফরের জন্য অনুশীলন শুরু কাল

  ক্রীড়া ডেস্ক

১৬ জুলাই ২০১৯, ১৮:১৭
বাংলাদেশ ক্রিকেট দল
জাতীয় ক্রিকেট দলের অনুশীলন (ছবি : সংগৃহীত)

আবারো ক্রিকেটারদের ঘিরে সরগরম হচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। বিশ্বকাপ শেষে প্রথমবারের মত টাইগার শিবির শুরু করবে অনুশীলন। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে বুধবার বিকাল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত অনুশীলন করবে তারা। সফরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুশীলন করবে মুশফিকরা। শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত অনুশীলন করবে তারা। দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই দিবারাত্রির। প্রতিটি ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

বিশ্বকাপে অনেক ভালো খেলেও টুর্নামেন্ট শেষে আট নম্বরে অবস্থান করে বাংলাদেশ। নতুন করে আগামী সময়ে নিজেদের প্রস্তুত করার লক্ষ্যে এটি প্রথম সফর মাশরাফিদের। সফরে বিশ্রামে সাকিব ও লিটন। সিরিজের প্রথম ম্যাচ ২৬ জুলাই। ২০ জুলাই শ্রীলঙ্কার উদ্দ্যেশ্যে রওনা হবে বাংলাদেশ। ১ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তাদের।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড