• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শচীনের বিশ্বকাপ একাদশে সাকিব, নেই ধোনি

  ক্রীড়া ডেস্ক

১৬ জুলাই ২০১৯, ১৫:২১
সাকিব আল হাসান
সাকিব আল হাসান ও শচীন টেন্ডুলকার (ছবি : সংগৃহীত)

ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার বিশ্বকাপে নিজের পছন্দের একাদশ বাছাই করেছেন। সেই একাদশে রেখেছেন সদ্যসমাপ্ত বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার বাংলাদেশি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এছাড়া শচীনের একাদশে জায়গা হয়নি বিশ্বকাপ জয়ী ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।

শচীনের এই একাদশে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের কেন উলিয়ামসনকে। ওপেনিং জুটিতে রোহিত শর্মার সঙ্গে আছেন বিশ্বকাপ জয়ী ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো। সাকিব ছাড়া অলরাউন্ডার আছেন আরও তিনজন- বেন স্টোকস, হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা।

ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিকেও রাখা হয়েছে এই একাদশে। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, জসপ্রিত বুমরাহ ও জোফরা আর্চারের সমন্বয়ে পেস আক্রমণ সাজিয়েছেন শচীন।

এক নজরে শচীনের বিশ্বকাপ একাদশ :

রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন (অধিনায়ক), সাকিব আল হাসান, বেন স্টোকস, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক, জসপ্রিত বুমরাহ ও জোফরা আর্চার।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড