• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে মাশরাফি’

  ক্রীড়া ডেস্ক

১২ জুলাই ২০১৯, ১৯:৪১
মাশরাফি বিন মুর্তজা
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা (ছবি : সংগৃহীত)

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আয়ারল্যান্ডে ত্রিদেশিয় সিরিজ খেলে বাংলাদেশ। সিরিজের ফাইনালে উইন্ডিজকে হারিয়ে প্রথমবার কোনো আন্তর্জাতিক শিরোপা জিতে টাইগাররা। সে ম্যাচে হ্যাম-স্ট্রিংয়ে চোট পায় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বিশ্বকাপের সবগুলো ম্যাচই খেলেছেন এই চোট নিয়ে। চোটের কারণে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে তার খেলা নিয়ে জন্মেছে সংশয়। যদিও বিসিবির নির্বাচক হাবিবুল বাশারের আশা সামনের সফরে পাওয়া যাবে টাইগার কাপ্তানকে। অবশ্য সবকিছু নির্ভর করছে তার ফিটনেসের ওপর।

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে নামের প্রতি সুবিচার করতে পারেননি মাশরাফি। যেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল চোট। আট ম্যাচে মাত্র একটি উইকেট পেয়েছেন এই পেসার। তাছাড়া টুর্নামেন্টের শেষের দিকে ছোট রানআপে বোলিং করতে দেখা গেছে তাকে।

শুক্রবার (১২ জুলাই) বিসিবি কার্যালয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, নির্বাচক হাবিবুল বাশার সুমন ও ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের সঙ্গে বৈঠকে বসেছিলেন মাশরাফি।

প্রায় দেড় ঘণ্টার আলোচনা শেষে বাশার বলেছেন, ‘আমি মনে করি সে (মাশরাফি) ফিট। মাশরাফির ফিটনেস অনেকটা তার নিজের ওপরে। একটু ফিটনেস টেস্ট তো অবশ্যই দিতে হবে। কারণ ওর ইনজুরির দুশ্চিন্তা আছে। বিশ্বকাপে ইনজুরি নিয়েই খেলেছিল, সেরে ওঠার জন্য হাতে সময় আছে। আশা করছি শ্রীলঙ্কা সফরে সে খেলবে। আমাদের কাছে তার না খেলার মতো কোনো তথ্য আসেনি।’

এ দিকে আগামী ২৮ জুলাই সাতপাকে বাঁধা পড়ছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস। বিয়ের জন্য ছুটি চেয়েছেন তিনি। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা সাকিব আল হাসানও ইতোমধ্যে ছুটি চেয়েছেন বিসিবির কাছে। তাকেও না পাওয়ার সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কা সিরিজে।

যদিও সাকিবের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি নির্বাচকরা। এ ব্যাপারে বাশার বলেছেন ‘লিটন ছুটি চেয়েছে। ও শ্রীলঙ্কায় যেতে পারবে না। সাকিবও ছুটি চেয়েছে। তবে ওর (সাকিব) ব্যাপারটা এখনো চূড়ান্ত হয়নি। যদিও আমরা সবকিছুর প্রস্তুতি নিয়ে রেখেছি।’

আগামী ২০ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টাইগাররা মাঠে নামবে ২৬ জুলাই। এরপর ২৮ ও ৩১ জুলাই যথাক্রমে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। সিরিজ শুরুর আগে ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচও খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড