• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোপা আমেরিকা ২০১৯

আরও একবার স্বপ্ন ভঙ্গ মেসির আর্জেন্টিনার

  ক্রীড়া ডেস্ক

২০ জুন ২০১৯, ০৮:৩৫
মেসি
কোপার স্বপ্ন ভঙ্গ আর্জেন্টিনার (ছবি : সংগৃহীত)

কোপা আমেরিকার শেষ আটের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই মেসির আর্জেন্টিনার সামনে। এমন কঠিন সমীকরণকে সামনে রেখে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয় আর্জেন্টাইনরা। কিন্তু শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে।

ম্যাচের ৩৭ মিনিটের মাথায় আর্জেন্টিনার জালে বল জড়ান প্যারাগুয়ের রিচার্ড সানচেজ। ১-০ লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে প্যারাগুয়ে। পিছিয়ে থাকা সাদা-আকাশি জার্সিধারীরা মরিয়া হয়ে উঠে ম্যাচে ফিরতে। অবশেষে ৫৫ মিনিটে সুযোগ আসে লিওনেল স্কালোনির শিষ্যদের সামনে। পেনাল্টি পেয়ে তাকে গোলে পরিণত করেন লিওনেল মেসি। এতে ১-১ সমতায় আসে দুই দল।

তবে ৯৭ মিনিট (অতিরিক্ত ৭ মিনিট) শেষে আর কোনো গোল না পাওয়া ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনা-প্যারাগুয়েকে। এতে দুই পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয় উভয় দলকে। দুই ম্যাচে মেসিদের পয়েন্ট সংখ্যা ১। কোপার শেষ আটের লড়াই প্রায় অনিশ্চিত ১৪ বারের চ্যাম্পিয়নদের।

প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সাথে ড্র। সব মিলিয়ে ১ পয়েন্ট পায় ল্যাটিন আমেরিকার জায়ান্টরা। এতে গ্রুপ ‘বি’ এর টেবিলে সবার নিচে দলটি। মেসিদের পরবর্তী ম্যাচ কাতারের সঙ্গে।

বৃহস্পতিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় মাঠে গড়ায় ম্যাচটি। ব্রাজিলের বেলো হরিজোন্তে মুখোমুখি হয় গ্রুপ ‘বি’ এর এই দুই দল।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড