• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোমা ছেড়ে যাওয়াটা মরে যাওয়ার মতো : টট্টি

  ক্রীড়া ডেস্ক

১৭ জুন ২০১৯, ২০:৩৪
ফ্রান্সেকা টট্টি
রোমার কিংবদন্তী ফুটবলার ফ্রান্সেকা টট্টি (ছবি : সংগৃহীত)

এ এস রোমার ক্লাব ডিরেক্টর থেকে ইস্তফা দিলেন ফ্রান্সেকা টট্টি। ক্লাব প্রেসিডেন্ট জেমস পালোত্তার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে। রোমা ছেড়ে যাওয়ার ইচ্ছে ছিল না তার। তাইতো বিদায়ের ব্যাপারটা মরে যাওয়ার মতো। তিনি বলেন, এর চেয়ে মরে যাওয়া বেশি ভালো।

ইতালি ও রোমার কিংবদন্তী প্লেমেকার। বিশ্বকাপ জয়ী টট্টি দীর্ঘ তিন দশকের সম্পর্ক ছাড়লেন প্রিয় রোমার সঙ্গে। এ ক্লাবে ১৯৮৯ সালে যোগ দেন তিনি। ২০১৭ সাল পর্যন্ত টানা ২৮ বছর খেলেন। খেলোয়াড়ি জীবন পার করলেও রোমা তাকে ছাড়েনি। ক্লাবের ডিরেক্টর হিসেবে তাকে রেখে দেয় ক্লাব রোমা। গত মৌসুমে লিগে ষষ্ঠ স্থান অর্জন করে রোমা। এটাও হতাশ করে টট্টিকে।

অথচ নানা বিষয়ে টট্টিকে কটাক্ষ করতে থাকে ক্লাব প্রেসিডেন্ট। টট্টির সমস্ত চেষ্টাকে অবজ্ঞা করেন তিনি। টট্টি চেয়েছিলেন তাঁর সাবেক সতীর্থ গাত্তুসোকে কোচের পদ দিতে। তবে ক্লাব পালোত্তার পছন্দ শাখতার দনেৎস্কের পাওলো ফয়েনস্কাকে। এতে রাজী হননি টট্টি ও শেষ পর্যন্ত ইস্তফা দিলেন প্রিয় ক্লাব থেকে।

রোম সম্রাট হিসেবে পরিচিত ছিলেন টট্টি। সিনিয়র ক্যারিয়ার শুরু করেন রোমায় ১৯৯২ সালে। এর আগের তিন বছর বয়সভিত্তিক দলে ছিলেন। ক্যারিয়ারের পুরো সময়টা পার করলেন রোমায়। ১৯৯৩ সালে অভিষেক ম্যাচে খেলার সময় বয়স ছিল তার ষোলো। দীর্ঘ ক্যারিয়ারে ৭৮৫ ম্যাচ খেলে ৩০৭ গোল করেন তিনি। ২০০১ সালে সিরি’আ জেতার পর কোপা ইতালিয়াও জিতেছেন দুইবার। ইতালির জার্সিতে ৫৮ ম্যাচ খেলেছেন টট্টি। জিতেছেন ২০০৬ ফিফা বিশ্বকাপ।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড