• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোপা আমেরিকা

কার ঘরে কতবার উঠেছে কোপা আমেরিকা? 

  ক্রীড়া প্রতিবেদক

১১ জুন ২০১৯, ১৯:৩৬
কোপা আমেরিকা
লিওনেল মেসি ও নেইমার জুনিয়র (ছবি : সংগৃহীত)

আর মাত্র দুই দিন! তারপরই পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে প্রাচীনতম টুর্নামেন্ট কোপা আমেরিকা। আগামী ১৪ জুন শুক্রবার ব্রাজিলের সাও পাওলোতে স্বাগতিকদের বিপক্ষে বলিভিয়া ম্যাচ দিয়ে পর্দা উঠবে শতবর্ষী টুর্নামেন্টির। আর ৭ জুলাই রিও’র ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের ৪৬ তম আসর।

ল্যাটিন আমেরিকার খুবই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা এটি। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবারের আসরেও অংশ নিবে মোট ১২টি দেশ। যার মধ্যে মহাদেশের ১০টি দেশের সঙ্গে এবার অতিথি দল হিসেবে থাকছে এশিয়ার দুই দেশ জাপান ও কাতার।

কাম্পিয়োনাতো সুদামেরিকানো কোপা আমেরিকা নামে পরিচিত কোপা আমেরিকা ফিফা বিশ্বকাপ ফুটবলের আগেই যাত্রা শুরু করে। ১৯১০ সালে টুর্নামেন্টটি পরীক্ষামূলক চালু হয়েছিল। এরপর ১৯১৬ সালে চূড়ান্তভাবে মাঠে গড়ায় জনপ্রিয় টুর্নামেন্টটি। তবে ১৯৭৫ সালে নাম পরিবর্তন করে বতর্মান নাম কোপা আমেরিকা ধারণ করা হয়।

আসন্ন কোপা আমেরিকার আগে সর্বমোট ৪৫টি আসর বসেছিল। সবশেষ আসরটি বসে মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে (দক্ষিণ আমেরিকার বাইরে কোপা আমেরিকার প্রথম আসর এটি)। সেবার লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় বারের মতো শিরোপা জেতে চিলি।

চলুন জেনে নিই ব্রাজিল-আর্জেন্টিনাসহ কোন দল সর্বোচ্চ কতবার শিরোপা জিতেছে:

১) উরুগুয়ে : প্রথমবার কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল ১৯১৬ সালে। টুর্নামেন্টের প্রথম আসরে প্রথম শিরোপা ঘরে তুলে উরুগুয়ে। এখন পর্যন্ত সর্বাধিক মোট ১৫ বার কোপা আমেরিকা জিতেছে লুইস সুয়ারেজরা। তাদের সবশেষ শিরোপা ছিল ২০১১ সালে।

২) আর্জেন্টিনা : বার্সেলোনার সতীর্থ সুয়ারেজের দেশের পরই রয়েছে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা। মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাটির ১৪টি শিরোপা জিতেছে তারা। যদিও লিওনেল মেসি কখনোই কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বাদ পায়নি। শেষবার ১৯৯৩ সালে কোপা আমেরিকা জেতে ম্যারাডোনারা। এরপর দীর্ঘ ২৫ বছর ধরে কোনো কোপা শূন্য মেসিরা।

৩) ব্রাজিল : পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল কোপা আমেরিকার ট্রফি ঘরে তুলে আট বার। প্রথমবার পেলের দেশ ব্রাজিল শিরোপা জেতে ১৯২১ সালে আর রোনালদো-কাকা-রোনালদিনহোরা শেষবার জেতে ২০০৭ সালে। মেসির মত নেইমারও ছোঁয়া পায়নি কোপা আমেরিকার।

৪) প্যারাগুয়ে : কোপা আমেরিকার দুটি শিরোপা ঘরে তুলে প্যারাগুয়ে। প্রথমটি ১৯৫৩ দ্বিতীয় ও সবশেষ ১৯৭৯ সালে। তবে মোট আট বার ফাইনাল খেলেছে দলটি।

৫) চিলি : কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি। ২০১৫-২০১৬ পরপর টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। আর দুইবারই মেসির আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতে দলটি। বমিলিয়ে মোট ছয় বার কোপার ফাইনাল খেলেছে চিলি।

৬) পেরু : ১৯৩৯ ও ১৯৭৫ সালে মোট দুই বার কোপা আমেরিকা জিতেছে পেরুও। পেরুই একমাত্র দল যারা দুই বার ফাইনালে উঠে দুইবারই জিতেছে।

৭) কলম্বিয়া : কোপা আমেরিকার শিরোপা একবারই ঘরে তুলেছে কলম্বিয়া। ২০০১ সালে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পায় দলটি। এছাড়াও ১৯৭৫ সালে একবার ফাইনালে উঠেছিল কলম্বিয়া।

৮) বলিভিয়া : কলম্বিয়ার মতো বলিভিয়াও একবার কোপার শিরোপা জেতে। ১৯৯৭ সালে একবারই ফাইনালে উঠেছিল দলটি। আর সেবারই শিরোপার ছোঁয়া পায় তারা।

উল্লেখ্য, এই আটটি দেশ ছাড়া আর কোনো দেশ কখনো কোপা আমেরিকা জেতেনি।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড