• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশের একাদশে আজ থাকছেন যারা

  প্রযুক্তি ডেস্ক

১১ জুন ২০১৯, ১৮:০৬
বাংলাদেশ জাতীয় ফুটবল দল
লাওসের বিপক্ষে গোল উদযাপন করছে বাংলাদেশ (ছবি : সংগৃহীত)

২০২২ কাতার বিশ্বকাপ প্রাক বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচে মঙ্গলবার (১১ জুন) লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। খেলাটি সরাসরি দেখা যাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলা টিভি ও মাইকুজো অ্যাপে।

প্রথম লেগের ম্যাচে দলের পক্ষে একমাত্র গোল করা রবিউল হাসান আজ একাদশে থাকবেন এটা অনেকটাই নিশ্চিত। বাফুফের বিশ্বস্ত সূত্র জানিয়েছে লাওসের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ রবিউলের একাদশে খেলা প্রায় নিশ্চিত। কোচ জেমি ডেও তার প্রিয় অস্ত্রকে লাওসের বিপক্ষে ব্যবহার করতে চান শুরু থেকেই। বিদেশের মাটিতে লাল-সবুজের জার্সিধারীদের শেষ দুই আন্তর্জাতিক ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নামা রবিউলের গোলেই জয় পায় বাংলাদেশ।

গেল ৬ জুন বিশ্বকাপ প্রাক বাছাইয়ের প্রথম পর্বে ভিয়েনতিয়েনে লাওসকে ১-০ গোলে হারিয়ে এগিয়ে আছে বাংলাদেশ। তাই ঘরের মাঠে আজ একাদশে আসতে যাচ্ছে পরিবর্তন। মাঝমাঠ ও ফরোয়ার্ড লাইনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অভিজ্ঞ মিডফিল্ডার ও সাবেক অধিনায়ক মামুনুল ইসলামকে একাদশে দেখা যেতে পারে আজ। সে ক্ষেত্রে আগের ম্যাচের একাদশের দুই উইঙ্গার মতিন মিয়া ও আরিফুর রহমানের জায়গায় ঢুকছেন রবিউল ও মামুনুল। শুধু একাদশেই নয়, আসতে যাচ্ছে কৌশলগত পরিবর্তনও। বাংলাদেশ

প্রথম লেগে লাওসের বিপক্ষে ৪-২-৩-১ ফরমেশনে খেলেছিল বাংলাদেশ। আজও ৪-২-৩-১ ফরমেশনে খেলবে জেমি ডের শিষ্যরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

গোলরক্ষক : আশরাফুল রানা

রক্ষণভাগ : রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা ও বিশ্বনাথ ঘোষ

মাঝমাঠ : জামাল ভূঁইয়া, মাসুক মিয়া জনি ও মামুনুল ইসলাম

আক্রমণভাগ: নাবীব নেওয়াজ জীবন, বিপলু আহমেদ ও রবিউল হাসান।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড