• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইংলিশ প্রিমিয়ার লিগ

দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাউদাম্পটন স্ট্রাইকার

  ক্রীড়া ডেস্ক

২৪ এপ্রিল ২০১৯, ১৫:১৮
শেন লং
ওয়াটফোর্ডের বিপক্ষে দ্রুততম গোলের পর শেন লং (ছবি : সংগৃহীত)

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) গেল মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে ওয়াটফোর্ডের বিপক্ষে মাঠে নেমেছিল সাউদাম্পটন। ম্যাচটিতে অনবদ্য এক কীর্তি গড়েছেন সাউদাম্পটনের আইরিশ স্ট্রাইকার শেন লং। ইপিএল ইতিহাসের সবচেয়ে দ্রুততম গোল করার মাইলফলক ছুঁয়েছেন তিনি। গোলটি করতে সময় নিয়েছেন মাত্র ৭ দশমিক ৬৯ সেকেন্ড।

ভুলটা অবশ্য ঘরের মাঠে খেলতে নামা ওয়াটফোর্ডের ইংলিশ ডিফেন্ডার ক্রেইক ক্যাথকার্টের। রেফারি ম্যাচ শুরুর বাঁশি বাজালে ওয়াটফোর্ডের এক ফুটবলার ক্যাথকার্টের উদ্দেশে কিছুটা পেছনে বল বাড়িয়েছেন। জোরালো শটে ওয়াটফোর্ড ডিফেন্ডার তা ক্লিয়ার করার চেষ্টা করতেই বাঁধে বিপত্তি। মাঝ মাঠে থাকা সাউদাম্পটনের লংয়ের গায়ে লাগার পর সৌভাগ্যবশত বলটি পেয়ে যান তিনি। এরপর বল নিয়ে দ্রুত বেগে দৌড়ে চিপ শটে ওয়াটফোর্ডের ইংলিশ গোলরক্ষক বেন ফোস্টারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি।

ইতিহাস গড়ার ম্যাচটিতে লং পূর্বের সব রেকর্ড ওলট-পালট করে ফেলেছেন। প্রিমিয়ার লিগে এর আগে সবচেয়ে কম সময়ে গোল করার রেকর্ডটি ছিল ১৯ বছর আগে করা লেডলি কিংয়ের। ২০০০-০১ মৌসুমে টটেনহামের হয়ে ব্রাডফোর্ডের বিপক্ষে ম্যাচ শুরুর ৯ দশমিক ৮২ সেকেন্ডে গোল করেছিলেন তিনি।

পরের রেকর্ডটি অ্যালেন শিয়েরার। ২০০২-০৩ মৌসুমে এই সাবেক নিউক্যাসল তারকা ১০ দশমিক ৫২ সেকেন্ডে গোল করেছিলেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে। এর পরেরটি গেল মৌসুমের। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১০ দশমিক ৫৪ সেকেন্ডে গোল করেন টটেনহামের ড্যানিশ মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকসন।

লংয়ের রেকর্ড গড়ার দিনে শেষ সময়ে হজম করা গোলে ড্র করেছে সাউদাম্পটন। তবে দ্রুততম গোলের রেকর্ড গড়ে লং নিজেই বিস্মিত হয়েছেন, ‘১০০ বারের মধ্যে ৯০ বারই আপনি তাদের ক্লিয়ারেন্স ব্লক করতে পারবেন না। কিন্তু আমি তা করতে পেরেছি এবং গোল করতে সক্ষম হয়েছি।'

প্রতিযোগিতামূলক ফুটবলে এর চেয়েও কম সময়ে গোল করার রেকর্ডটি হলো মাত্র ২ সেকেন্ডে। এই সময়ের মধ্যে গোলের রেকর্ড রয়েছে দুইটি। ২০১৭ সালে ইংল্যান্ডের গ্লুস্টার ডিস্ট্রিক্ট সানডে লিগ ডিভিশনে হেম্পস্টেড ও রেনেগেডসের মধ্যকার ম্যাচটিতে গোল করেছিলেন অ্যান্ড্রু অলস্টোন। অন্যটি সৌদি আরবের ঘরোয়া লিগের আল হিলাল এবং আল শোয়ালাহ ক্লাবের মধ্যকার ম্যাচে। গোলটি করেছিলেন নওয়াফ আল আবেদ।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড