• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফ্রেঞ্চ লিগ ওয়ান

চোট কাটিয়ে মাঠে ফিরলেন নেইমার

  অধিকার ডেস্ক    ২২ এপ্রিল ২০১৯, ১৭:৫৪

নেইমার
চোট কাটিয়ে মোনাকোর বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন নেইমার (ছবি : সংগৃহীত)

পায়ের চোটের কারণে প্রায় তিন মাস মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। সোমবার (২২ এপ্রিল) রাতে মোনাকোর বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন পিএসজির এই তারকা ফুটবলার।

তার ফেরার দিনে অষ্টমবারের মতো ফেঞ্চ লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলেছে পিএসজি। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকে মোনাকোকে ৩-১ গোলে হারিয়েছে প্যারিসিয়ানরা।

দ্বিতীয়ার্ধের ৪৬তম মিনিটে ফরাসি লেফটব্যাক লেইভিন কুরজাওয়ার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। ম্যাচটিতে কোনো গোল না পেলেও দুর্দান্ত খেলেছেন ২৭ বছর বয়সী তারকা।

চলমান মৌসুমে ৩৩ ম্যাচে ২৭ জয়, ৩ হার ৩ ড্রয়ে পিএসজির অর্জন ৮৪ পয়েন্ট। অন্যদিকে তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিলের সংগ্রহ ৬৫ পয়েন্ট। দুদলের ব্যবধান ১৯ পয়েন্টের হওয়ায় পাঁচ ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা জিতে যায় পিএসজি।

গেল সোমবার (১৫ এপ্রিল) ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ৮৫০ বছর পুরোনো মধ্যযুগীয় স্থাপত্য নটর ডেম ক্যাথেড্রালে অগ্নিকাণ্ডের কারণে ভবনটির বেশিরভাগ অংশই পুড়ে যায়। এ ঘটনায় সংহতি জানাতে মোনাকোর বিপক্ষে নটর ডেম লেখা জার্সি গায়ে মাঠে নামেন নেইমার।

নেইমারের দীর্ঘ অনুপস্থিতিতে পিএসজিকে বেশ ভুগতে হয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলা হয়নি নেইমারের। তাকে ছাড়া কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি প্যারিসের ক্লাবটি। ইউনাইটেডের মাঠ থেকে প্রথম লেগ জিতে ফিরলেও ফিরতি লেগে হেরে যায় ফরাসি চ্যাম্পিয়নরা।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড