• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইতালিয়ান সেরি আ

যে কীর্তি কেবল রোনালদোর একারই

  ক্রীড়া ডেস্ক

২১ এপ্রিল ২০১৯, ১৫:২৫
ক্রিস্তিয়ানো রোনালদো
ক্রিস্তিয়ানো রোনালদো (ছবি : সংগৃহীত)

ইতালিয়ান সেরি আ'তে শনিবার (২০ এপ্রিল) রাতে ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে ৫ ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা ঘরে তুলেছে জায়ান্ট জুভেন্তাস। এর মাধ্যমেই অনবদ্য এক মাইলফলক স্পর্শ করেছেন দলটির পর্তুগিজ সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো। ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে ইউরোপের সেরা পাঁচ লিগের মধ্যে তিনটিরই শিরোপা জয়ের কীর্তি গড়েছেন তিনি।

রোনালদোর ফুটবলে হাতেখড়ি হয়েছিল স্বদেশী ক্লাব স্পোর্টিং সিপিতে। এরপর সেখান থেকে নাম লেখান ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানেই উত্থান শুরু রোনালদোর। রেড ডেভিলদের হয়ে ছয় মৌসুম খেলে জেতেন টানা তিনটি (২০০৬-০৭, ২০০৭-০৮ ও ২০০৮-০৯) ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) শিরোপা।

এরপর সেখান থেকে রোনালদো পাড়ি জমান স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। দলটির হয়ে ২০১২-১৩ এবং ২০১৬-১৭ মৌসুমে দুটি লা লিগার শিরোপা জেতেন তিনি।

গেল বছর মাদ্রিদের সঙ্গে নয় বছরের সম্পর্কের পাঠ চুকিয়ে ইতালির অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব জুভেন্তাসে যোগ দেন তিনি। দলটিতে যোগ দেওয়ার প্রথম বছরেই সেরি আ ট্রফি জিতলেন তিনি।

উল্লেখ্য, চলমান লিগে ২৬ ম্যাচে ১৯ গোল করার পাশাপাশি ৮ টি অ্যাসিস্ট করে দলকে সেরি আ ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ৩৩ বছর বয়সী পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড