• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা প্রিমিয়ার লিগ

ফের সাইফের ৫ উইকেট, তাসকিনের শিকার ৪

  ক্রীড়া প্রতিবেদক

১৯ এপ্রিল ২০১৯, ১৬:০২
মোহাম্মদ সাইফউদ্দিন-তাসকিন আহমেদ
মোহাম্মদ সাইফউদ্দিন (বামে) ও তাসকিন আহমেদ (ছবি : সংগৃহীত)

প্রথমবারের মতো বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তরুণ উদীয়মান অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে ২০১৫ বিশ্বকাপে খেললেও চোটের কারণে দলে জায়গা হয়নি তারকা পেসার তাসকিন আহমেদের। আবেগের দুই বিপরীত মেরুতে থেকে চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) একই দিনে বল হাতে চমক দেখিয়েছেন দুজন। ভিন্ন ভিন্ন দলের জার্সি গায়ে সাইফউদ্দিন ৫টি এবং তাসকিন নিয়েছেন ৪টি উইকেট।

শুক্রবার মিরপুরের হোম অব ক্রিকেটে সুপার সিক্স পর্বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছে আবাহনী লিমিটেড। টসে হেরে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংক ৪৯.৩ ওভারে ২২৬ রানেই গুটিয়ে গেছে। সাইফউদ্দিনের তোপের মুখে পড়ে সংগ্রহ বাড়াতে পারেনি দলটি।

ম্যাচটিতে প্রাইম ব্যাংকের পাঁচ ব্যাটসম্যানকে একাই সাজঘরে ফিরিয়েছেন আবাহনীর সাইফ। দুই ওপেনারকে সাজঘরে ফিরিয়ে শুরুতেই প্রাইম ব্যাংককে চাপে ফেলেন এই ডানহাতি পেসার। এরপর শেষ দিকে টানা তিন উইকেট তুলে নিয়ে প্রাইম ব্যাংককে মাঝারি স্কোরেই থামিয়ে দিয়েছেন তিনি।

ম্যাচটিতে ৯.৩ ওভার বোলিং করে ৩.৩৬ ইকোনোমিতে ৩২ রান দিয়েছেন সাইফ। তার মধ্যে ১টি মেডেন ওভার ছিল। চলমান ডিপিএলে সাইফের দ্বিতীয় ৫ উইকেট শিকারের নজির এটি। গেল সোমবার (১৫ এপ্রিল) প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ক্যারিয়ার সেরা ৯ রানে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি।

ডিপিএলের অন্য ম্যাচে সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রাইম দোলেশ্বরের মুখোমুখি হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা প্রাইম দোলেশ্বরের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ।

৬৪ বলে ৩৭ রান করা ওপেনার সাইফ হাসানকে ফিরিয়ে উইকেট উৎসবের সূচনা করেন তাসকিন।ব্যক্তিগত পরের ওভারে দোলেশ্বরের অধিনায়ক মার্শাল আইয়ুবকে উইকেটে এসে মানিয়ে নেওয়ার আগেই ফেরান তিনি।

ফের আক্রমণে এসে প্রাইম দোলেশ্বরে ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক সৈকত আলীকেও আউট করেছেন ২৪ বছর বয়সী গতি তারকা। সৈকতের ব্যাট থেকে এসেছে ৯৫ বলে ৭২ রান। পরের ওভারে ৩৮ বলে ২৭ রান করা তাইবুর রহমানের উইকেটও তুলে নেন তাসকিন। শেষ পর্যন্ত ৪৫ ওভারে ২০৫ রানেই থেমেছে প্রাইম দোলেশ্বর।

ম্যাচটিতে ৯ ওভার বল করে ৬ ইকোনোমিতে ৫৪ রান দেন তাসকিন। এই বোলিং নৈপুণ্যের মাধ্যমে লিস্ট 'এ' ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড