• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউরোপা লিগের শিরোপার দৌড়ে চেলসি-আর্সেনাল

  ক্রীড়া ডেস্ক

১৯ এপ্রিল ২০১৯, ১০:২১
চেলসি
স্লাভিয়া প্লাগের বিপক্ষে গোলের পর উল্লাসে অলিভিয়ের জিরু (ডানে) (ছবি : সংগৃহীত)

প্রত্যাশিত জয়ে ইউরোপের দ্বিতীয় সেরা মহাদেশীয় ক্লাব আসর উয়েফা ইউরোপা লিগের শেষ চারে জায়গা নিশ্চিত করেছে দুই ইংলিশ পরাশক্তি চেলসি ও আর্সেনাল।

প্রতিযোগিতার ২০১৮-১৯ মৌসুমের শিরোপার দৌড়ে সেমি-ফাইনালে তাদের সঙ্গী হয়েছে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া ও জার্মান ক্লাব এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।

বৃহস্পতিবার রাতে (১৯ এপ্রিল) কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে চারটি ক্লাবই।

চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজ সাক্ষী হয়েছে দুর্দান্ত এক ম্যাচের। আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা ধ্রুপদি লড়াইয়ে হয়েছে গোল উৎসব। শেষ পর্যন্ত স্নায়ুচাপ ধরে রেখে স্লাভিয়া প্রাগকে ৪-৩ গোলে হারিয়ে শেষ হাসিটা হেসেছে চেলসি।

ম্যাচের প্রথম ২৭ মিনিটের মধ্যেই হয় ৫ গোল! বিরতি পর্যন্ত স্বাগতিকরা এগিয়ে থাকে ৪-১ ব্যবধানে। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর নয় মিনিটের মধ্যে ২ গোল ফেরত দিয়ে ম্যাচ জমিয়ে তোলে স্লাভিয়া। এরপর অবশ্য চেলসির কৌশলের কাছে পরাস্ত হতে হয় তাদের।

পঞ্চম মিনিটে চেলসির স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রোর জালের ঠিকানা খুঁজে পাওয়া দিয়ে শুরু হয় গোল বন্যা। চার মিনিট পর স্লাভিয়ার সাইমন ডেলির আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় ব্লুজদের। আর ১৭তম মিনিটে চেলসির পক্ষে স্কোরলাইন ৩-০ করেন ফরাসি তারকা অলিভিয়ের জিরু।

২৬তম মিনিটে স্লাভিয়ার টমাস সৌচেক ব্যবধান কমান। কিন্তু অতিথিদের উল্লাস থামে পরের মিনিটেই। ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা পান পেদ্রো।

বিরতির পর ৫১ ও ৫৪তম মিনিটে জোড়া গোল করলেও দলের হার এড়াতে পারেননি স্লাভিয়ার পিটার সেভচিক।

আগের লেগে ১-০ গোলে জিতেছিল চেলসি। ফলে দুই লেগ মিলিয়ে ৫-৩ অগ্রগামিতায় সেমি নিশ্চিত করেছে মাউরিজিও সারির শিষ্যরা।

অন্যদিকে নাপোলির মাঠে আতিথ্য নেওয়া আর্সেনাল জিতেছে ন্যূনতম ব্যবধানে। ম্যাচের ৩৬তম মিনিটে জয়সূচক গোলটি আসে ফরাসি স্ট্রাইকার আলেকজান্দ্রে লাকাজেতের পা থেকে।

প্রথম লেগে ২-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৩-০ অগ্রগামিতায় ফাইনালে ওঠার পর্বে পা রেখেছে উনাই এমেরির দল।

সেমি-ফাইনালে চেলসির প্রতিপক্ষ ফ্রাঙ্কফুর্ট। গানাররা মোকাবেলা করবে ভ্যালেন্সিয়াকে।

ওডি/এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড