• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেসির ছায়ায় থাকা কষ্টদায়ক : গ্রিজমানের সমর্থনে রিভালদো

  ক্রীড়া ডেস্ক

০৫ এপ্রিল ২০১৯, ১৭:৩১
রিভালদো-মেসি
লিওনেল মেসির সঙ্গে রিভালদো (বামে) (ছবি : স্পোর্ট ইংলিশ)

আতোঁয়া গ্রিজমানকে নিয়ে সবশেষ গ্রীষ্মকালীন দলবদলে কী দড়ি টানাটানিই না চলেছিল বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের মধ্যে! তবে শেষ পর্যন্ত বার্সায় খেলার স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে নাটকীয়ভাবে অ্যাতলেটিকোতেই থেকে যান ফরাসি ফরোয়ার্ড। গ্রিজমানের এমন সিদ্ধান্ত আপামর ফুটবল ভক্ত ও বিশেষজ্ঞের কাছে অদ্ভুতই ঠেকেছিল। সে সময় অনেকেই মন্তব্য করেছিলেন, ক্যারিয়ারের মধ্য গগনে পাওয়া সুবর্ণ সুযোগ হেলায় নষ্ট করেছেন গ্রিজমান। তাকে এর জন্য বড় মাশুলও দিতে হতে পারে!

তবে বার্সেলোনা ও ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রিভালদো পোষণ করেছেন ভিন্ন মত। তার সাফ কথা, গ্রিজম্যান সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। কারণ বার্সায় এলে লিওনেল মেসির ছায়ায় থাকতে হতো ২০১৮ বিশ্বকাপ জয়ী তারকাকে। আর তার মাপের খেলোয়াড়ের জন্য সেটা মোটেও কোনো সুখকর অভিজ্ঞতা হতো না।

ক্লাব ক্যারিয়ারে বার্সার হয়ে খেলার সময় মর্যাদাপূর্ণ ব্যালন ডি'অর জিতেছিলেন রিভালদো। সেই সঙ্গে ব্রাজিলের জার্সিতে নিয়েছিলেন ২০০২ বিশ্বকাপ শিরোপার স্বাদ। 'গ্রিজমান ও বার্সেলোনা' ইস্যুতে এই তারকার সঙ্গে দ্বিমতের উপায় নেই। কেননা কাতালান দলটির সেরা তারকা মেসি। আর তাকে ঘিরেই আবর্তিত হয়ে থাকে দলটির সকল পরিকল্পনা। কদিন আগে সেটা স্বীকারও করে নেন তাদের কোচ আর্নেস্তো ভালভার্দে। বলেছিলেন, 'অবশ্যই বার্সেলোনা মেসির ওপর নির্ভর করে।'

গ্রিজমানের বার্সায় নাম না লেখানোর বিষয়টি বুঝতে পেরে সম্প্রতি এক সাক্ষাৎকারে রিভালদো জানান, 'গ্রিজমান বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ না হওয়ায় আমি হতাশ নই। কারণ প্রত্যেক খেলোয়াড়ের একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে।'

অ্যাতলেটিকো তারকার সমর্থনে তিনি যোগ করেন, 'বার্সেলোনায় অনেক ভালো মানের খেলোয়াড় রয়েছে এবং মেসির ছায়ায় খেলাটা কষ্টদায়ক। গ্রিজম্যান একজন বিশ্ব চ্যাম্পিয়ন এবং তাকে খেলোয়াড় হিসেবে আমি খুবই পছন্দ করি।'

সূত্র : মার্কা

ওডি/এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড