• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

আয়াক্সের বিপক্ষে অনিশ্চিত রোনালদো! 

  অধিকার ডেস্ক    ২৯ মার্চ ২০১৯, ২১:৩৪

ক্রিস্তিয়ানো রোনালদো
ক্রিস্তিয়ানো রোনালদো; (ছবি : সংগৃহীত)

বিশ্বকাপের পর দেশের জার্সিতে খেলতে নেমে পর্তুগালের সমর্থকদের উচ্ছ্বাস উপহার দিতে পারেননি ক্রিস্তিয়ানো রোনালদো। ইউরো বাছাইয়ে তার শেষ দুটি ম্যাচেই ড্রয়ে পয়েন্ট হারিয়েছে পর্তুগাল। সবশেষ সার্বিয়ার বিপক্ষে খেলতে নেমে উল্টো চোট নিয়ে মাঠ ছেড়েছেন রোনালদো। তাতে বিপত্তিতে পড়েছে ইতালির চ্যাম্পিয়ন জুভেন্তাস। পরের দুই ম্যাচে তাকে পাচ্ছে না তুরিন ক্লাব। এমনকি আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে তাকে ঘিরে রয়েছে শঙ্কা।

গত সোমবার (২৫ মার্চ) সার্বিয়ার বিপক্ষে পর্তুগালের ১-১ গোলের ড্রয়ে ৩০ মিনিট মাঠে ছিলেন রোনালদো। চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তারপরও নিজের চোট নিয়ে চিন্তিত নন রোনালদো, 'আমি চিন্তিত নই, কারণ আমার শরীর সম্পর্কে ভালোই ধারণা রয়েছে। ফুটবলে এমন হয়। আমি নির্ভার আছি, কারণ আমি জানি আগামী দুই সপ্তাহের মধ্যে আমি সুস্থ হয়ে উঠতে পারব।'

জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য বার্সেলোনার কোরাচান ক্লিনিকে গিয়েছেন রোনালদো। সর্বোচ্চ চিকিৎসা সেবা পাওয়ার জন্য সেখানে আরও কিছু পরীক্ষা করার কথা রয়েছে তার। তবে নিশ্চিত যে এম্পোলি ও ক্যাগলিয়ারির বিপক্ষে সিরি ‘এ’ ম্যাচে দেখা যাবে না তাকে।

এছাড়া ক্লাব তাকে (রোনালদো) নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন। জুভেন্তাস কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি জানিয়েছেন, 'যতক্ষণ না সে (রোনালদো) পুরোপুরি ঠিক হচ্ছে ততক্ষণ আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিব না।' এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড