• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বাধীনতা দিবসে ক্রিকেটারদের শ্রদ্ধা

  অধিকার ডেস্ক    ২৬ মার্চ ২০১৯, ১১:১৮

স্বাধীনতা দিবস
স্বাধীনতা দিবসে সাকিব-মাহমুদউল্লাহ-মুশফিকদের বিশেষ বার্তা; (ছবি : সংগৃহীত)

এক নদীর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। আর এই প্রতীকের পরিচয়কে হৃদয়ে ধারণ করেই আমরা বাঙালি। আজ ২৬ মার্চ। ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। আজ বাঙালির শৃঙ্খল মুক্তির দিন। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা উড়ানোর দিন।

এ দিনে সারা দেশে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। দেশের সব শ্রেণি-পেশার মানুষ স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধায় নত হয়েছেন। তারকারাও শামিল হয়েছেন সেই কাফেলায়। বর্তমান প্রজন্মকে স্বাধীনতার চেতনায় আরও উজ্জীবিত করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে বেছে নিয়েছেন দেশের ক্রিকেট তারকারা। ক্যাপশনসহ বিভিন্ন ছবি পোস্ট করেছেন সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহ-মাশরাফিরা।

বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বীর শহীদদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে ছবিসহ পোস্টের ক্যাপশনে লিখেছেন- 'স্বাধীনতার ৪৯তম বছরে আমি সালাম জানাই তাঁদের, যারা আমাদের মাতৃভূমির জন্য দিয়েছেন প্রাণ। তাঁদের আত্মত্যাগের গল্পগুলো দিয়ে গাঁথা আমাদের এই মহান পতাকা। সেই গল্পগুলো অমর হয়ে থাকবে ইতিহাসের পাতায় এবং লাখো বাঙালির হৃদয়ে। যে দেশ নিয়ে আমরা গর্ব করি, সে দেশটিকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য আমরা তাঁদের প্রতি আজন্ম ঋণী থাকবো। আসুন, আমরা আমাদের কাজ দিয়ে সেই মহান পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখি।সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।'

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের আরেক তারকা মাহমুদউল্লাহ লিখেন, 'সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার জন্য আত্মত্যাগীদের তরে শ্রদ্ধা।'

জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক মুশফিক একজন বাংলাদেশি হিসেবে নিজের গর্বের কথা জানিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটিতে তার গায়ে মোড়ানো আছে লাল-সবুজের পতাকা। পোস্টের ক্যাপশনে লিখেছেন- 'স্বাধীনতার অমৃত স্বাদে ভরে উঠুক সবার মন, দুর হোক সব দ্বন্দ-হানাহানি, শুধু দেশের জন্য লড়ুক সবাই এক হয়ে, এক আত্না হয়ে। আর যেন কোন হাহাকার এসে হানা না দেয় এই বাংলার মাটিতে, আর যেন রক্তে রঞ্জিত না হয় এই বাংলার মাটি নিজের সন্তানের রক্তে। বিনম্র শ্রদ্ধা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি।'

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছবিসহ একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেখানে লেখা 'সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।'

এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড