• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চমক দেখিয়ে বিশ্বকাপ দাবায় ১৬ বছরের ফাহাদ

  ক্রীড়া ডেস্ক

২৩ মার্চ ২০১৯, ২২:৩৬
মোহাম্মদ ফাহাদ রহমান
মোহাম্মদ ফাহাদ রহমান (ছবি : সংগৃহীত)

বিশ্বকাপ দাবার বাছাইপর্বের ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। সেই সঙ্গে মাত্র ১৬ বছর বয়সে বিশ্বকাপ দাবায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছেন তিনি।

শনিবার বাছাইপর্ব শেষে ফাহাদ ৭ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার রানার্সআপ হন। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন শারমীন সুলতানা শিরিন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় সুবাদে আরেকটি অর্জনের মালিক হয়েছেন ফাহাদ। ফিদে মাস্টার খেতাব নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও এখন আন্তর্জাতিক মাস্টার খেতাব অর্জন করেছেন ফাহাদ ।

আসর সেরা হওয়ার পর ফাহাদ বলেন, ‘প্রতিযোগিতার শেষ তিন জনের মধ্যে থাকব এরকম বিশ্বাস ছিল। আমি চূড়ান্তপর্বে (বিশ্বকাপ) ভালো করতে চাই।’

আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় বসবে দাবা বিশ্বকাপের আসর। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড