• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও নিউজিল্যান্ডে সিরিজ খেলতে টাইগার বাহিনীকে আমন্ত্রণ

  অধিকার ডেস্ক    ২২ মার্চ ২০১৯, ১৪:৫৬

গ্র্যান্ট রবার্টসন
নিউজিল্যান্ডের ক্রীড়া মন্ত্রী গ্র্যান্ট রবার্টসন; (ছবি : সংগৃহীত)

আবারও নিউজিল্যান্ডে সিরিজ খেলতে বাংলাদেশ দলকে আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ডের ক্রীড়ামন্ত্রী গ্র্যান্ট রবার্টসন। বৃহস্পতিবার (২১ মার্চ) নিউজিল্যান্ডের ক্রিকেট অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সম্প্রতি ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলা ও পরবর্তী প্রেক্ষাপট নিয়ে কথা বলেন রবার্টসন। ওই হামলার ঘটনায় সফর অসমাপ্ত রেখে ফিরে আসা বাংলাদেশ দলকে ভবিষ্যতে আবারও নিউজিল্যান্ডে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

নিউজিল্যান্ড এই মুহূর্তে নিরাপদ, এমনটা দাবি করে বিসিবি ও বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠিও পাঠিয়েছেন তাঁরা (ক্রীড়া মন্ত্রণালয়)। স্থানীয় সংবাদমাধ্যমে রবার্টসন বলেন, ‘আমি আশা করছি সময়ের সঙ্গে খেলোয়াড় এবং দর্শকরা নিউজিল্যান্ডকে আবারও নিরাপদ দেশ হিসেবে বেছে নেবে এবং এ দেশে ভ্রমণ করবে। আমি নিশ্চিত যে তাদেরও জানা রয়েছে নিউজিল্যান্ডবাসী তাদের বরণ করে নিতে কোনো কার্পণ্য করবে না।’

এ সময় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের ব্যাপারে কিউই ক্রীড়ামন্ত্রী বলেন, ‘প্রায় এক মাসের বেশি সময় ধরে দুই দলের মধ্যকার সিরিজটা দারুণ জমজমাট ছিল। কিন্তু যেভাবে সমাপ্তি ঘটলো, ক্রিকেটের জন্য এটা আরও বেশি ঘটনাবহ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের খেলোয়াড়রা চোখের সামনে যা দেখেছে তা ভয়াবহ ছিলো। আমি তাদের প্রতি আমার শোক ও সহমর্মিতা প্রকাশ করেছি। তবে নিউজিল্যান্ডের মতো জায়গায় এমন ঘটনা আগে থেকেই প্রতিহত করার উদ্যোগ নেয়ার দরকার ছিলো। যাতে বাংলাদেশের খেলোয়াড়দের এমন অভিজ্ঞতার সম্মুখীন না হতে হতো।’

তাছাড়া ওই অনুষ্ঠানে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমরা কতই না ভালো সময় কাটিয়েছি। প্রায় এক মাস খুব ভালো একটা সিরিজ চলছিল। কিন্তু আমাদের প্রতিপক্ষ দলটিকে যখন এমন সহিংসতার মুখোমুখি হতে হলো, সেটা সত্যিকার অর্থেই লজ্জার বিষয়।’

এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড