• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাপানই ইনিয়েস্তার ‘নতুন ঘর’

  অধিকার ডেস্ক    ২৪ মে ২০১৮, ১৩:১৫

ভিসেলে কোবে মালিক মিকিতানির সঙ্গে বিমানের মধ্যে ইনিয়েস্তা। ছবি: ইনিয়েস্তার টুইটার পেজ

চীনে নয়, জাপানের ক্লাবে যোগ দিচ্ছেন বার্সেলোনা থেকে সদ্য বিদায় নেয়া আন্দ্রেস ইনিয়েস্তা। গতকাল (বুধবার) টুইটারে জাপানি ‘বন্ধু’ হিরোশি মিকিতানির সঙ্গে উড়োজাহাজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। এই মিকিতানি জাপানের পেশাদার জে-লিগের ক্লাব ভিসেল কোবের মালিক। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিন পাঠক। ভিসেল কোবেই হতে যাচ্ছে ইনিয়েস্তার ‘নতুন ঘর’!

মিকিতানির সঙ্গে উড়োজাহাজের ভেতরের ছবি টুইটারে পোস্ট করে ইনিয়েস্তা লিখেছেন, ‘বন্ধুর সঙ্গে নতুন ঘরে যাচ্ছি।’

উড়োজাহাজে ওঠার আগে ভিসেল কোবে মালিক মিকিতানিও ইনিয়েস্তার সঙ্গে তোলা ছবি টুইটারে পোস্ট করে লেখেন, ‘বন্ধুকে নিয়ে টোকিও ফিরছি।’

বার্সেলোনার হয়ে ৯টি লা লিগা, ৬টি কোপা ডেল রে, ৭টি স্প্যানিশ সুপার কাপ, ৪টি ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, ৩টি ইউয়েফা সুপার কাপ ও তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতেন ইনিয়েস্তা। এর মধ্যে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ মৌসুমে ৬৭৪টি ম্যাচ খেলে ৫৭ গোল করেন তিনি।

রোববার ন্যু ক্যাম্পে বার্সেলোনার হয়ে সবশেষ এল ক্লাসিকো ম্যাচ খেলেন তিনি। শেষ ম্যাচে মনে রাখার মতো বিদায়ী সংবর্ধনাও পেয়েছেন প্রাণের ক্লাবটির কাছ থেকে।

জাপানের এই ক্লাবটি ইনিয়েস্তাকে আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে। ভিসেল কোবের সমর্থকেরাও দারুণ উচ্ছ্বসিত তাকে পেয়ে। মিকিতানি ও ইনিয়েস্তার ছবি রি-টুইট করেছেন জাপানের অনেক ফুটবলপ্রেমীরা।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করবেন ইনিয়েস্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড