• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘পরিশ্রমী’ তাইজুলের বন্দনায় সাকিব

  অধিকার ডেস্ক    ২৪ নভেম্বর ২০১৮, ২১:৫৩

সাকিব আল হাসান-তাইজুল ইসলাম
খেলা শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান; (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ দলের একমাত্র টেস্ট স্পেশালিস্ট স্পিনার হিসেবে মনে করা হয় তাইজুল ইসলামকে। হবেই না কেন? অভিষেক টেস্টে বল হাতে হ্যাটট্রিকের পর থেকে বাংলাদেশ টেস্ট দলে হয়ে উঠেছেন ভরসার প্রতীক। রান খরচের দিক দিয়ে বরাবরই কিপটামির স্বভাব রয়েছে তার। নীরবে-নিভৃতে নিজের কাজটা করে গেলেও মেলেনি সেরাদের তকমা।

টেস্টে বাংলাদেশের জয়ে প্রতিনিয়তই রেখে চলেছেন বড় ভূমিকা। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে একাই ছয় উইকেট নিয়ে উড়িয়ে দিয়েছেন সফরকারীদের। ব্যাট হাতেও প্রথম ইনিংসে ৩৯ রানে অপরাজিত থেকে দলকে নিয়ে গিয়েছিলেন শক্ত অবস্থানে।

এত কিছুর পরেও ম্যাচ সেরার পুরস্কারটা মিস করেছেন তাইজুল। স্পিনারদের দাপটের সামনে ভালো ব্যাটিং করে শতক করা মমিনুলের হাতে উঠেছে পুরস্কারটি। তবে, কুড়িয়েছেন সবার প্রশংসা। অধিনায়ক সাকিব আল হাসান তো এক কথায় পরিশ্রমী তাইজুলের প্রশংসায় পঞ্চমুখ।

সংবাদ সম্মেলনে বাঁ-হাতি এ স্পিনার সম্পর্কে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘ও (তাইজুল) অসাধারণ বোলিং করছে। ওর সবচেয়ে ভালো দিক হচ্ছে, নিজের বোলিং নিয়ে অসম্ভব রকম পরিশ্রম করে। প্রথম ইনিংসে একটা উইকেট পেয়েছে, তবু বোলিংয়ের জন্য আমরা ড্রেসিংরুমে ওর অনেক প্রশংসা করেছি। সবাই বলেছি যে, প্রথম ইনিংসে ওই আমাদের সেরা বোলার ছিল।’

ভালো বোলিং করেও অনেক সময় উইকেট না পাওয়া নিয়ে সাকিব আরও যুক্ত করেন, ‘অনেক সময় এমন হয় যে, একটা বোলার খুব ভালো বোলিং করছে কিন্তু উইকেট পাচ্ছে না। অন্য দিকে একটা বোলারের একটা-দুইটা উইকেট নেয়ার মতো বল হয়ে গেলে সেটাতেই উইকেট পেয়ে যায়। আমরা ওই জিনিসগুলো জানি, তাই আমরা ড্রেসিং রুমে ছোট ছোট ব্যাপারের প্রশংসা করি। আমি নিশ্চিত এটা আমাদের টিম ম্যানেজমেন্ট আর খেলোয়াড়রা খুব ভালো করে বুঝতে পারে।’

তাইতো দলের সেরা এই বোলিংয়ের কাছে আবদার রাখতে ভুল করেননি দলের অধিনায়ক, ‘আমাদের আরও একটা ম্যাচ আছে এই বছর। আমি চাইব- ও যেন এভাবেই বোলিং করে। শুধু এক ইনিংসে না, দুই ইনিংসেই যেন ৫টা-৫টা করে উইকেট পেতে পারে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড