• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

'আমি নিশ্চিত, মেসি আর্জেন্টিনা দলে ফিরবে'

  অধিকার ডেস্ক    ১৫ নভেম্বর ২০১৮, ২২:১৬

লিওনেল মেসি
আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি; (ছবি : সংগৃহীত)

রাশিয়া বিশ্বকাপের পর থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতিতে আছেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। তার দলে ফেরা-না ফেরা নিয়ে চলছে নানান গুঞ্জন। তবে এবার মেসির ফেরা নিয়ে ইতিবাচক কথা শোনালেন দলটির মহাব্যবস্থাপক হোর্হে বুরুচাগা।

২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবলকে প্রথমবারের মতো বিদায় বলেছিলেন মেসি। পরে অবশ্য দেশের জন্য অবসর ভেঙে আবারও ফিরে আসেন ফুটবলের ক্ষুদে জাদুকর।

তবে রাশিয়া বিশ্বকাপের পর থেকে স্বেচ্ছায় দলের বাইরে আছেন মেসি। এর ভেতরে অনেকে পাচ্ছেন অবসরের গন্ধ। তবে আবারও মেসির দলে ফেরার ব্যাপারে বুরুচাগা বেশ আত্মবিশ্বাসী। তিনি আশা করছেন, এ বছর না হলেও আগামী বছর জাতীয় দলে ফিরবেন পাঁচবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার।

আত্মবিশ্বাসী বুরুচাগা বলেন, ‘২০১৯ সালে ব্রাজিলে কোপা আমেরিকার জন্য মেসি আবারও আর্জেন্টিনার দলে ফিরবে। এই মুহূর্তে মেসির ফেরার জন্য কোনো তারিখ নির্ধারিত নেই এবং এই বছর শেষ হওয়ার আগে সে ফিরবেও না।’

‘কিন্তু এটাও অসম্ভব, সে আবারও জাতীয় দলে খেলবে না। তার অনুপস্থিতি ক্ষণস্থায়ী।’

‘আমি নিশ্চিত যে আগামী বছর, আবারও সে আর্জেন্টিনা জাতীয় দলে থাকবে।’

আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১২৮ ম্যাচ খেলে ৬৫ গোল করেছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। এর মধ্যে চারটি বড় আসরের ফাইনাল খেললেও শিরোপা না জেতার আক্ষেপ রয়েছে বার্সেলোনার এই ফরোয়ার্ডের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড