• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

অভিষেক টেস্ট খেলা খালেদকে নিয়ে আশাবাদী মাহমুদউল্লাহ

  অধিকার ডেস্ক    ১৫ নভেম্বর ২০১৮, ১৯:১৬

সৈয়দ খালেদ আহমেদ
সৈয়দ খালেদ আহমেদ; (ছবি : ক্রিকইনফো)

মাত্র তিন বছরের প্রথম শ্রেণির ক্রিকেটের ক্যারিয়ার। রঙিন পোশাকে দেশের ঘরোয়া ক্রিকেটে খেলছেন গেল বছরের মাঝামাঝি থেকে। তবে ভেতরে লুকিয়ে থাকা অসামান্য প্রতিভা সৈয়দ খালেদ আহমেদকে খুব দ্রুতই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে জায়গা করে দিয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্ট ম্যাচও খেলা হয়ে গেছে তার। কোনো উইকেট নিতে পারেননি তিনি। তবে খালেদের পারফরম্যান্স দারুণ আশাবাদী করে তুলেছে বাংলাদেশের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক মাহমুদউল্লাহকে।

২৬ বছর বয়সী ডানহাতি পেস বোলার খালেদ ক্যারিয়ারের প্রথম অন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে টাইগাররা জিতলেও খালেদ থেকেছেন উইকেটশূন্য। দুই ইনিংসে তার তিনটি ক্যাচ মিস করেছেন সতীর্থ ফিল্ডাররা। সেটা বাদ দিলে, অভিষেক ম্যাচটা স্মরণীয় করে রাখার মতো সব কিছুই করেছেন খালেদ। গতিকে কাজে লাগিয়ে দুর্দান্ত সব বাউন্সার ডেলিভারি দিয়েছেন। লাফিয়ে ওঠা বল মোকাবেলা করতে হিমশিম খেয়েছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। খালেদের ডেলিভারি আঘাত করেছে তাদের হেলমেটে-শরীরে। বলে মুভমেন্টও ছিল। তাতে বারবার পরাস্ত হয়েছে হ্যামিল্টন মাসাকদজার দল।

বৃহস্পতিবার ঢাকা টেস্টের পঞ্চম দিনে ২১৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে খালেদের বোলিং পারফরম্যান্স নিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, 'প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ হিসেবে খালেদ অনেক ভালো বল করেছে। ও কিছুটা দুর্ভাগা ছিল। কারণ কয়েকটা ক্যাচ আমরা বাজেভাবে মিস করেছি। না হলে ওর বোলিং ফিগারটা আরেকটু ভালো হতে পারত।'

এখনকার উদীয়মান খালেদ ভবিষ্যতে বাংলাদেশের অন্যতম তারকা হয়ে উঠতে পারেন বলে আশা প্রকাশ করেছেন তিনি, 'শুরুতে সবাই একটু নার্ভাস থাকে। তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আমার মনে হয়, ও যদি এক-দুইটা উইকেট পেয়ে যেত, তাহলে আরও ভালো মতো বল করতে পারত। কারণ টেস্ট ক্রিকেটে আপনি যখন একটা উইকেট পান, তখন আপনার বোলিংয়ে চেষ্টা করার পরিধিও বেড়ে যায়। আমি মনে করি, ও দারুণ সম্ভাবনাময় একজন ক্রিকেটার। বাংলাদেশের হয়ে ও ভালো কিছু করবে।'

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ১৮ ওভারে ৭ মেডেনসহ ৪৮ রান দেন খালেদ। দ্বিতীয় ইনিংসে ১২ ওভারে ৪৫ রান খরচ করলেও উইকেটে বঞ্চিত থাকেন তিনি। মেডেন নিয়েছিলেন ৪টি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড