• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হেরাথের বিদায়ী ম্যাচে জয়খরা ঘুচল ইংল্যান্ডের

  অধিকার ডেস্ক    ০৯ নভেম্বর ২০১৮, ২০:০০

রঙ্গনা হেরাথ
রঙ্গনা হেরাথের বিদায়ী ম্যাচে হারল শ্রীলঙ্কা; (ছবি : আইসিসি টুইটার)

৮৬তম ওভারের প্রথম বলটা রিভার্স সুইপ করে ২ রানের জন্য দৌড় শুরু করেছিলেন রঙ্গনা হেরাথ। ক্যারিয়ারের শেষ টেস্টের শেষ ইনিংস খেলতে নামা শ্রীলঙ্কান ক্রিকেটার রান প্রায় পূরণ করেও ফেলেছিলেন। কিন্তু বেন স্টোকসের দুর্দান্ত থ্রো লুফে নিয়ে স্ট্যাম্প ভেঙে দেন উইকেটরক্ষক বেন ফোকস। টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, হেরাথের ব্যাট 'অন দ্য লাইন'! আউট তিনি। অলআউট শ্রীলঙ্কা। হেরাথের বিদায়ের মধ্যে দিয়ে টানা ১৪ ম্যাচ পর সাদা পোশাকে বিদেশের মাটিতে জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড।

সফরকারী ইংলিশরা নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বাজে সময়ের অবসান ঘটিয়েছে। দেশের বাইরে দুই বছর পর কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে তারা। সবশেষ ২০১৬ সালে তারা জিতেছিল বাংলাদেশের বিপক্ষে। আর তাদের জয়টা এসেছে লঙ্কান তারকা হেরাথের বিদায়ী ম্যাচে। সতীর্থদের ব্যাটিং ব্যর্থতায় ক্যারিয়ারের শেষ ম্যাচটা রাঙাতে পারেননি বাঁহাতি স্পিনার। নিজেও ছিলেন নিষ্প্রভ। দুই ইনিংস মিলিয়ে ৩ উইকেট নেন ১৩৭ রানের বিনিময়ে। ফলে গল স্টেডিয়ামে আগের চার ম্যাচে হারা ইংল্যান্ড তুলে নিয়েছে নিজেদের প্রথম জয়। তিন ম্যাচ সিরিজে তারা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

শুক্রবার সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে অসম্ভবকে সম্ভব করার লড়াইয়ে নেমেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। আগের দিনের বিনা উইকেটে ১৫ রান নিয়ে। জয়ের জন্য তাদের দরকার ছিল আরও ৪৪৭ রান। গড়তে হতো বিশ্ব রেকর্ড। কিন্তু প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও একই চিত্র। দলটির আট ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁলেও হাফসেঞ্চুরি পান কেবল অ্যাঞ্জেলো ম্যাথিউস। ইংলিশ স্পিনার মঈন আলী ৪টি ও জ্যাক লিচ ৩টি উইকেট শিকার করেন। তাতে ২৫০ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। জো রুটের দল পায় ২১১ রানের স্মরণীয় জয়।

সংক্ষিপ্ত স্কোর :

ইংল্যান্ড প্রথম ইনিংস : ৩৪২

শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ২০৩

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস : ৩২২/৬ ডিক্লেয়ার

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস : (আগের দিন ১৫/০) ২৫০ (৮৫.১ ওভারে) (করুনারত্নে ২৬, সিলভা ৩০, ডি সিলভা ২১, মেন্ডিস ৪৫, ম্যাথিউস ৫৩, চান্দিমাল ১, ডিকভেলা ১৬, পেরেরা ৩০, দনাঞ্জয়া ৮, লাকমল ১৪*, হেরাথ ৫; কারান ০/১৫, অ্যান্ডারসন ০/২৭, মইন ৪/৭১, রশিদ ১/৫৯, লিচ ৩/৬০, স্টোকস ১/১৬, রুট ০/১)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড