• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেখ জামাল-বসুন্ধরার ড্র, শেষ আটে ওঠার ত্রিমুখী লড়াই

  অধিকার ডেস্ক    ০৩ নভেম্বর ২০১৮, ২২:২০

বসুন্ধরা কিংস
শেখ জামালকে রুখে দিল বসুন্ধরা কিংস; (ছবি : বাফুফে)

অমীমাংসিতভাবে শেষ হলো শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও নবাগত বসুন্ধরা কিংসের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ। তাতে জমে উঠল ফেডারেশন কাপের 'ডি' গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই। শেখ জামাল, বসুন্ধরা ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব- তিন দলেরই সুযোগ রয়েছে শেষ আটে খেলার।

শনিবার বিকাল ৫টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া শেখ জামাল ও বসুন্ধরা কিংসের ম্যাচটি ড্র হলো ১-১ গোলে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্কোস ভিনিসিয়াসের গোলে ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা। চার মিনিট পর গাম্বিয়ার ফরোয়ার্ড সলোমন কিং সমতায় ফেরান ২০১৫ আসরের চ্যাম্পিয়ন শেখ জামালকে।

ফলে সমান ২ ম্যাচে বসুন্ধরা ও শেখ জামালের অর্জন সমান ৪ পয়েন্ট। তবে গোল পার্থক্যে এগিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বসুন্ধরা। নিজেদের প্রথম ম্যাচে মোহামেডানকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছিল বসুন্ধরা। আরেক নবাগত নোফেল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে শেখ জামাল জিতেছিল ২-১ ব্যবধানে।

দিনের প্রথম খেলায় একই ভেন্যুতে ঢাকা মোহামেডান ২-০ গোলে হারায় নোফেলকে। ঐতিহ্যবাহী সাদা-কালোদের অর্জন ২ ম্যাচে ৩ পয়েন্ট। তারা গ্রুপের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। আর টানা দুই হারে প্রতিযোগিতার এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিল নোফেল।

আগামী মঙ্গলবার একই ভেন্যুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শেখ জামালের মুখোমুখি হবে মোহামেডান। তার আগে বসুন্ধরাকে মোকাবেলা করবে নোফেল। ওই দিন জানা যাবে এই গ্রুপ থেকে কোন দুটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড