• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শান্তর একা লড়াইয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭১

  ক্রীড়া ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩২
শান্ত

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচেও বাংলাদেশ দলের ব্যাটিং ধস। ৩৪.৩ ওভারে মাত্র ১৭১ রানে সবকটি উইকেট হারায় শান্তরা।

৮ রানে ফিরে যায় ওপেনার জাকির হাসান ও তানজিদ তামিম। এরপর ৩৫ রানে ফিরে যায় তাওহীদ হৃদয়। বহু চেষ্টার পরও শান্ত দলের ব্যাটিং ধস থামাতে পারেনি।

নাজমুল শান্তর নেতৃত্বে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুর বিপর্যয় সামাল দিতে নাজমুল শান্ত এক প্রান্ত দিয়ে লড়াই করে যান। ইনজুরি কাটিয়ে ফিরে তিনি ৮৪ বলে দশটি চারের শটে ৭৬ রানের ইনিংস খেলেন।

খুব বেশিক্ষণ শান্তকে সঙ্গ দিতে পারেনি মুশফিক- মাহমুদউল্লাহও। মুশফিক কিউইদের অধিনায়ক ফার্গুসনের বলে আউট হওয়ার আগে করে ২৫ বলে ১৮ রান করে। মাহমুদউল্লাহ করে ২৭ বলে ২১ রান। ব্লান্ডেলের বলে আউট হয় এই বাংলাদেশি ব্যাটার।

নিউজিল্যান্ডের হয়ে মিলনে ৪ উইকেট, বোল্ট ২, ম্যাককঞ্চি ২ এবং রাচিন রবীন্দ্র ও ফার্গুসন ১ টি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড