• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

এশিয়া কাপের ফাইনালেও বৃষ্টি বাগড়া

  ক্রীড়া ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৬
এশিয়া কাপ

বৃষ্টি যেন এশিয়া কাপের ম্যাচ বানচাল করার প্রতিজ্ঞা করে আছে। আজ এশিয়া কাপের ফাইনাল মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলঙ্কা। প্রতিযোগিতার একাধিক ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। ফাইনালেও চোখ রাঙাচ্ছে সেই বৃষ্টি।

শ্রীলঙ্কার আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সারা দিন ভিজতে পারে কলম্বো। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সকাল থেকে আকাশ বেশ পরিষ্কার। মেঘের পাশাপাশি রোদও রয়েছে। ক্রিকেট খেলার উপযুক্ত পরিবেশ। এশিয়া কাপের ফাইনাল শুরু হওয়ার কথা দুপুর ৩টায়।

আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা ৮৮ শতাংশ। বিকালের পর আবহাওয়ার উন্নতি হবে। বিকালের পর বৃষ্টির সম্ভাবনা ৭২ শতাংশ। সারা দিন ১০ থেকে ১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইতে পারে হাওয়া। দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৭৫ থেকে ৮৫ শতাংশের মধ্যে। সন্ধে ৬টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা ৬১ শতাংশের মতো। সন্ধে ৭টায় বৃষ্টির সম্ভাবনা ৪৯ শতাংশের মতো। রাত ৮টায় বৃষ্টির সম্ভাবনা ৫৭ শতাংশ। রাত ৯টা বৃষ্টির সম্ভাবনা ৫২ শতাংশ। রাত ১০টায় বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশের কাছাকাছি। দুপুর এবং রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সব মিলিয়ে নিশ্চিন্তে থাকার উপায় নেই ক্রিকেটপ্রেমীদের। বৃষ্টি ঠিক কখন হবে, তা আগাম নির্দিষ্ট ভাবে বলা কঠিন। তবে এটুকু বলাই যায়, এশিয়া কাপ ফাইনাল ঘিরে ব্যস্ত থাকতে হতে পারে কলম্বোর মাঠকর্মীদের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড