• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপে টাইগারদের ম্যাচের সূচি পরিবর্তনের শঙ্কা

  ক্রীড়া ডেস্ক

৩০ জুলাই ২০২৩, ১৫:২৭
বিশ্বকাপে টাইগারদের ম্যাচের সূচি পরিবর্তনের শঙ্কা
টাইগার ও ভারতীয় ক্রিকেটাররা (ফাইল ছবি)

‘নবরাত্রি’ উৎসবকে সামনে রেখে বিশ্বকাপে বদল হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের সূচি। এমন খবর বেশ আগে থেকেই গণমাধ্যমের সামনে এনেছে। নতুন খবর, ভারতের ম্যাচ বদলের সুবাদে এবার পরিবর্তন আসতে পারে বাংলাদেশের খেলার সূচিতেও। বিশ্বকাপে বাংলাদেশের অন্তত একটি ম্যাচ পিছিয়ে দেয়া হতে পারে।

ভারতীয় মিডিয়াগুলো বলছে, একই দিনে ‘নবরাত্রি’ উৎসব এবং ভারত-পাকিস্তান ম্যাচ কেন্দ্র করে নিরাপত্তা বিঘ্নিত হবার শঙ্কা জানিয়েছে গুজরাটের নিরাপত্তা বাহিনী। বিষয়টিকে আমলে নিয়ে ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি। সে ক্ষেত্রে বাংলাদেশের ১৪ তারিখের ম্যাচ পিছিয়ে যেতে পারে।

এবারের বিশ্বকাপে একদিনে সর্বোচ্চ দুটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং আইসিসি। এছাড়া ভারতের ম্যাচের দিনে দ্বিতীয় কোনো ম্যাচ রাখা হয়নি। সে ক্ষেত্রে ভারতের খেলা ১৪ অক্টোবর এগিয়ে আনা হলে, সেদিনের পূর্বনির্ধারিত ‘বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড’ এবং ‘ইংল্যান্ড বনাম আফগানিস্তান’ ম্যাচ দুটির সূচিও পরিবর্তন করা হবে।

প্রাথমিক সূচি অনুযায়ী- ১৪ অক্টোবর দিবা-রাত্রির ম্যাচে খেলার কথা ছিল ইংল্যান্ড ও আফগানিস্তানের। সেই ম্যাচটি চলে যেতে পারে ১৫ অক্টোবর দিবা-রাত্রির সূচিতে। আর ১৪ অক্টোবর সকালে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচটি। সেটি হতে পারে পরদিন সকালে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সেই সূত্র বলেছে, ১৪ অক্টোবর ইংল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে দিবারাত্রির ম্যাচ হওয়ার কথা ছিল, সেটা রবিবার চলে যেতে পারে। কেননা ভারত-পাকিস্তানের ম্যাচটি শনিবার দিবারাত্রির সময়ে নিয়ে আসা হবে।

আয়োজকদের প্রত্যাশা ভারতের ম্যাচে সর্বোচ্চ দর্শকের উপস্থিতি। বিষয়টিকে মাথায় নিয়ে ১৪ তারিখ চেন্নাইয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচটিও পিছিয়ে দেয়া হতে পারে।

বিশ্বকাপের এমন সূচির পরিবর্তন হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান। ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে হায়দরাবাদে খেলার একদিন পরেই আহমেদাবাদে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের।

বিপরীতে সূচির এমন পরিবর্তনে হলে ভারতের অবশ্য কোনো সমস্যা থাকছে না। ১১ অক্টোবর দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে দলটি। এরপর ১৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে খেলার পর ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে তারা।

আর বাংলাদেশেরও খুব একটা সমস্যা হবে না। ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলার পর ১৫ তারিখে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। এরপরের ম্যাচ খেলবে ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড