• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাফ চ্যাম্পিয়নশিপ

লেবাননকে টাইব্রেকারে হারিয়ে কুয়েতের সঙ্গে ফাইনালে ভারত

  ক্রীড়া ডেস্ক

০২ জুলাই ২০২৩, ১৪:২৫
লেবাননকে টাইব্রেকারে হারিয়ে কুয়েতের সঙ্গে ফাইনালে ভারত

১২০ মিনিট হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে লেবাননকে হারিয়ে ঘরের মাঠের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। শনিবার রাতে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভারত টাইব্রেকারে ৪-২ গোলে লেবাননকে পরাজিত করে।

নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০ মিনিটে কোনো দল গোল করতে না পারায় দ্বিতীয় সেমিফাইনালের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

টাইব্রেকারে ভারত চারটি কিক নিয়ে চারটিতেই গোল করে। অন্যদিকে লেবাননের প্রথম কিক রুখে দেন ভারতের গোলরক্ষক। পরের দুই কিকে গোল করতে পারলেও চতুর্থ কিকে গোল করতে ব্যর্থ হয় অতিথি দলটি। সেই সাথেই নিশ্চিত হয়ে যায় ভারতের ফাইনালে ওঠার টিকিট।

আগামী ৪ জুলাই এই স্টেডিয়ামে ভারত ও কুয়েত ফাইনালে মুখোমুখি হবে। বিকেলে প্রথম সেমিফাইনালে অতিরিক্ত সময়ের দেওয়া ১-০ গোলের ব্যবধানে বাংলাদেশকে পরাজিত করে ফাইনালে ওঠে কুয়েত।

ভারত এ নিয়ে টানা ৯ বার সাফের ফাইনাল উঠলো। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফের ফাইনালে উঠতে পারেনি ভারত। তারপর সব আসরের ফাইনালমঞ্চের দল তারা। সবশেষ ৮ আসরের ৫ বার চ্যাম্পিয়ন ভারত। দুইবার শিরোপা জিতেছে মালদ্বীপ, একবার আফগানিস্তান।

ভারতের সামনে এখন নবম শিরোপা জয়ের হাতছানি। অন্যদিকে প্রথমবার সাফে অংশ নিয়ে শিরোপা জয়ের দারুণ সুযোগ কুয়েতেরও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড