• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

টি-টুয়েন্টিতে প্রতিপক্ষকে টাইগারদের যত বাংলাওয়াশ

  ক্রীড়া ডেস্ক

১৫ মার্চ ২০২৩, ১২:৩৮
টি-টুয়েন্টিতে প্রতিপক্ষকে টাইগারদের যত বাংলাওয়াশ
টাইগার ক্রিকেটাররা (ফাইল ছবি)

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে এরই মধ্যে নাকানি-চুবানি খাইয়েছে টাইগাররা। সদ্য সমাপ্ত টি-টুয়েন্টিতে তিন ম্যাচের সিরিজে ইংলিশদের বাংলাওয়াশের লজ্জা দিয়েছে বাংলাদেশ। এবারই কি প্রথমবার এমন কীর্তি টিম টাইগারদের?

পরিসংখ্যান বলছে- এবারই প্রথম নয়। এর আগে তিনবার প্রতিপক্ষকে টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশ করার কীর্তি আছে বাংলাদেশের। যদিও সাফল্যের বিচারের এবারেরটিই সবচেয়ে বড় নিঃসন্দেহে।

এর আগে এই ফরম্যাটে বাংলাদেশ হোয়াইটওয়াশ করেছে যাদের, তারা কেউই ক্রিকেটের পরাশক্তি নয়। দল তিনটির নাম আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে আর আরব আমিরাত।

২০১২ সালে আয়ারল্যান্ডকে নিজেদের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে শুরু হয়েছিল টাইগারদের। এরপর ২০২০ সালে জিম্বাবুয়েকে ঘরের মাঠে ২-০ এবং ২০২২ সালে আরব আমিরাতকে তাদের মাঠে গিয়ে ২-০ ব্যবধানে বাংলাওয়াশ করে বাংলাদেশ।

এবার সেই সাফল্যকে ছাড়িয়ে ঘরের মাঠে ইংল্যান্ডের মতো বিশ্বচ্যাম্পিয়ন দলকে ৩-০ ব্যবধানে হারানো। এই অর্জন নিঃসন্দেহে টি-টুয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ক্রিকেটে স্বর্ণাক্ষরে লিখা থাকবে।

টি-টুয়েন্টিতে প্রতিপক্ষকে টাইগারদের যত হোয়াইটওয়াশ

২০১২-আয়ারল্যান্ড (৩-০)

২০২০-জিম্বাবুয়ে (২-০)

২০২২-সংযুক্ত আরব আমিরাত (২-০)

২০২৩-ইংল্যান্ড (৩-০)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড