• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেষ চারের খুব কাছে কলকাতা

  অধিকার ডেস্ক    ১৬ মে ২০১৮, ১৩:৩৪

গতকাল মঙ্গলবার ইডেন গার্ডেনে রাজস্থান রয়্যালসকে ৬ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএলের চলমান ১১তম আসরের প্লে অফে টিকে রইল কেকেআর।

গতকাল মঙ্গলবার দিনের একমাত্র ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা। ব্যাট করতে নেমে কেকেআরের বোলারদের তোপের মুখে ১৯ ওভারে মাত্র ১৪২ রান তুলেই অলআউট হয়ে যায় রাজস্থান। যদিও ওপেনার জস বাটলার ও রাহুল ব্যাটিংয়ের শুরুটা দারুণ ভাবে শুরু করেন। তারা দুইজন মিলে পাঁচ ওভারে দলীয় রান করেন ৬১। তবে পঞ্চম ওভারের শেষ বলেই রাসেলের বলে সাজঘরে ফেরেন রাহুল। এর পরেই রানের গতি কমে যায়। সাজঘরে ফেরতে থাকেন সবাই। ২২ বলে ৩৯ রান তুলে দলের সর্বোচ্চ ইনিংসটি খেলেন বাটলার।

কেকেআরের হয়ে কুলদীপ যাদব ৪টি, প্রাসিধ কৃষ্ণা ও এন্ড্রু রাসেল ২টি এবং শিভম মাভি ও সুনিল নারাইন ১টি করে উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার ক্রিস লিনের ৪৫ রান আর পাঁচ নম্বরে নামা অধিনায়ক দিনেশ কার্তিকের অপরাজিত ৪১ রানে জয়ের বন্দরে পৌঁছে যায় কেকেআর। লিন ও কার্তিকের বিধ্বংসী বেটিংএ ৬ উইকেটে ১২ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় কলকাতা। ২০ রানে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ যাদব।

রাজস্থানের পক্ষে বেন স্টোকস ৩টি, ইশ সোধি ১টি উইকেট লাভ করেন। আর ম্যাচ সেরা হন কলকাতার পক্ষে ৪ উইকেট পাওয়া কুলদীপ যাদব।

ম্যাচ জিতে অবশ্য স্বস্তি নেই নাইটদের। প্লে অফে জায়গা নিশ্চিত করতে শেষ ম্যাচ জিততে হবে তাদের। শেষ ম্যাচটি হবে ১৯ মে সাকিবদের হায়দরাবাদের বিপক্ষে। হায়দরাবাদের বিপক্ষে ৪ এপ্রিল নিজেদের মাঠ ইডেনে হেরেছিল কেকেআর। ১৩ ম্যাচে ৭ জয় ও ৬ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে কেকেআর। রাজস্থান আছে চতুর্থ স্থানে। ১৩ ম্যাচে ৬ জয়ে তাদের পয়েন্ট ১২।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড