• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাতির আক্রমণে স্টেডিয়ামের দুই গ্রাউন্ডসম্যান নিহত 

  ক্রীড়া ডেস্ক

০৯ ডিসেম্বর ২০২১, ১৬:৪২
মাহিন্দ্রা রাজাপাকশে স্ট্রেডিয়াম (ছবি: সংগৃহীত)

শ্রীলঙ্কার হাম্বানটোটায় হাতির আক্রমণে মাহিন্দ্রা রাজাপাকশে আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই গ্রাউন্ডসম্যান নিহত হয়েছেন। আজ বুধবার (৮ ডিসেম্বর) স্টেডিয়ামের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে নিজেদের কাজ শেষ করে স্টেডিয়াম থেকে বাড়ি ফিরছিলেন সেই দুই গ্রাউন্ডসম্যান। এ সময় স্টেডিয়ামের বাইরে হাতির আক্রমণের শিকার হন তারা।

পরে রাজাপাকশে স্টেডিয়ামের বাইরে তাদের দুজনের মরদেহ পাওয়া যায়। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, প্রায় ৫০০ মিটারের ব্যবধানে হাতির আক্রমণের শিকার হন তারা দুজন। ধারণা করা হচ্ছে, একই হাতির আক্রমণে তাদের উভয়ের মৃত্যু হয়েছে।

এই স্টেডিয়ামের পাশেই একটি বন রয়েছে। যেখানে এসব বন্য হাতিসহ বহু প্রাণীর বাস। এই এলাকায় মানুষের ওপর হাতির আক্রমণ নতুন ঘটনা নয়। এমনকি এলাকাটি হাতিদের মধ্যে সংঘর্ষের জন্য বেশ পরিচিত।

এ মাসের শেষের দিকে এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে লঙ্কান প্রিমিয়ার লিগের ম্যাচ। এখানে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ফ্রেব্রুয়ারিতে।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড