• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিউজিল্যান্ডকে টপকে টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত

  ক্রীড়া ডেস্ক

০৬ ডিসেম্বর ২০২১, ১৭:৫৮
ছবি: সংগৃহীত

কয়েকমাস আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতছাড়া হয়েছিল ভারতের। এবার ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছে বিরাট কোহলির দল। এর ফলে দুই নম্বরে নেমে গেছে নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ১১৯ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে ছিল ভারত। আর ১২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল কেন উইলিয়ামসনের দল।

টেস্ট সিরিজ শেষে ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ভারত। আর ১২১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে সফরকারী নিউজিল্যান্ড।

এর মধ্যে কোনো টেস্ট ম্যাচ না খেলায় ১০৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নিজেদের জায়গা ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ১০৭ পয়েন্ট নিয়ে চান নম্বরে রয়েছে ইংল্যান্ড। আর ৯২ রেটিং নিয়ে পাঁচ নম্বরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জয় পাওয়া পাকিস্তান। ছয় নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ৮৮।

এ ছাড়া ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে শ্রীলঙ্কা। ৭৫ রেটিং পয়েন্টি নিয়ে অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজ। ৪৯ রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে বাংলাদেশ আর ৩১ রেটিং নিয়ে দশ নম্বরে অবস্থান করছে জিম্বাবুয়ে।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড