• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএলে দল কিনতে আগ্রহী ৮ ফ্র্যাঞ্চাইজি

  ক্রীড়া প্রতিবেদক

০৬ ডিসেম্বর ২০২১, ১৬:৫১
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছেন আট ফ্র্যাঞ্চাইজি। এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

এর আগে বিসিবি জানিয়েছিল, ছয় দল নিয়ে বিপিএল আয়োজন করতে আগ্রহী তারা। যদিও এই ব্যাপারে এখনো কিছু চূড়ান্ত করেনি দেশের ক্রিকেট নিয়ন্ত্রণের অভিভাবক সংস্থাটি। এখনো আলোচনার টেবিলেই রয়েছে বিপিএল।

আজ সোমবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমকে পাপন বলেন, 'বিপিএলে প্রথম যে জিনিস হয়েছে যে এবারের আসরে আটটা ফ্র‌্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে, আমাকে আজকে যেটা জানানো হলো। মানে, আটটা ফ্র‌্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে এখন আমরা দেখব, তাদের সম্পর্কে জানব। দিস ইজ নাম্বার ওয়ান মানে এখনো ফাইনাল হয়নি।'

ফ্র্যাঞ্চাইজি ছাড়াও বিপিএলের এবারের আসরে প্লেয়ার্স ড্রাফট থাকবে কি না এখনো চূড়ান্ত করেনি বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল। প্লেয়ার ড্রাফট হলে দেশি ক্রিকেটাররা যেন ন্যায্য মূল্য পায়, সেই ব্যাপারেও নজর রাখবেন পাপন।

তিনি বলেন, 'প্রথমে যখন আমি বিপিএল নিয়ে কথা বলি তখনই আমি প্রশ্নটা করেছিলাম, যে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে আমাদের খেলোয়াড়দের বিশেষ করে ড্রাফটে যারা আছে তাদের পার্থক্যটা খুব বেশি না হয়। আমাদের প্লেয়াররা যেন তাদের প্রাপ্যটাই পায়।’

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে আয়োজন করা হবে এবারের বিপিএল। একই সময়ে অন্যান্য দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ চলার কারণে এবারের আসরে বিদেশি ক্রিকেটারদের কম দেখা যেতে পারে।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড