• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

৯০ বলের টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ইউএই

  ক্রীড়া ডেস্ক

০১ ডিসেম্বর ২০২১, ২০:৪৭
ছবি: সংগৃহীত

আগামী বছর ২০২২ সালের মে-জুনে মাঠে গড়াতে যাচ্ছে ৯০ বলের টুর্নামেন্ট নাইন্টি ব্যাশ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক সংস্থা এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে ক্রিকেটের ফরম্যাট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জেরে টি-টুয়েন্টির পর মাঠে গড়িয়েছে টি-টেন লিগ। কয়েক দিন আগে ৯০ বলের নতুন টুর্নামেন্ট শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এবার একই পথে হাঁটছে এমিরেটস ক্রিকেট বোর্ড। আগামী বছরের মে-জুন মাসে মাঠে গড়াবে নাইন্টি ব্যাশের প্রথম আসর।

এই ফরম্যাটের বিশ্ব ক্রিকেটের তারকাদের সঙ্গে এক দারুণ মেলবন্ধন ঘটবে উদীয়মান ক্রিকেটারদের। আয়োজকদের মতে, টি-টেন ফরম্যাট খুবই সংক্ষিপ্ত। তাই মূলত শুরু করা হচ্ছে ৯০ বলের ক্রিকেট।

টুর্নামেন্ট আয়োজন প্রসঙ্গে শারজাহ স্টেডিয়ামের সিইও খালাফ বুখাতির বলেন, ‘সম্প্রতি আমরা আইপিএল এবং টি-টুয়েন্টি বিশ্বকাপের মতো উত্তেজনাপূর্ণ কিছু খেলার আয়োজন করেছি। আমরা ছোট ফরম্যাটে ক্রমবর্ধমান ক্রিকেটের সাক্ষীও হয়েছি।’

তিনি আরও বলেন, ‘নাইন্টি ব্যাশ ক্রিকেটে আমরা এটির মোমেন্টাম বজায় রেখে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট ভক্তদের জন্য উন্মুখ হয়ে আছি।’

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড