• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানিস্তানের চাকরি ছাড়লেন টেইট

  ক্রীড়া ডেস্ক

০১ ডিসেম্বর ২০২১, ১৮:০৫
শন টেইট (ছবি: সংগৃহীত)

ল্যান্স ক্লুজনার দায়িত্ব ছাড়ার পর আফগানিস্তানের চাকরি ছাড়লেন শন টেইট। মাত্র ৫ মাস দায়িত্ব পালনের পর আফগানিস্তানের বোলিং পরামর্শক থেকে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে মনোনিবেশ করেছিলেন টেইট। যার শুরুটা হয়েছিল বিগ ব্যাশ লিগের (বিবিএল) দল মেলবোর্ন রেনেগেডসের হয়ে। বিগ ব্যাশ ছাড়াও আবুধাবি টি-১০ লিগে বাংলা টাইগার্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার।

এছাড়া এই বছর রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে ডারহামের কোচিং টিমের সদস্য ছিলেন সাবেক এই ডানহাতি পেসার। এরপরই আফগানিস্তানের বোলিং পরামর্শকের দায়িত্ব পান তিনি। মাত্র ৫ মাস দায়িত্ব পালন করলেও আফগানিস্তানের হয়ে উপভোগ করেছেন টেইট।

এ প্রসঙ্গে টেইট বলেন, ‘এই দলের (আফগানিস্তান) সঙ্গে আমার কাজের সময়টা উপভোগ করেছি। বিশেষ করে তরুণ পেসারদের নিয়ে কাজ করে উপভোগ করেছি। আমার মনে হয় তাদের ভবিষ্যত রয়েছে। ল্যান্স ক্লুজনারের মতো ক্রিকেটীয় মানসিকতার সঙ্গে কাজ করাটা দারুণ ব্যাপার।’

দুই বছর আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালনের পর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়ে চাকরি ছেড়েছেন ক্লুজনার। প্রোটিয়া এই কোচের দায়িত্ব ছাড়ার একদিন পর টেইট অব্যাহতি দিয়েছেন।

এদিকে ক্লুজনারের অধীনে তিন টেস্টে একটিতে জিতেছে আফগানরা। এ ছাড়া ছয় ওয়ানডে খেলে তিনটি ও ১৪টি টি-টোয়েন্টি খেলে ৯টিতে জয়ের দেখা পেয়েছে মোহাম্মদ নবি-রশিদ খানরা।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড