• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

উইন্ডিজ সিরিজেও পাকিস্তানের কোচ থাকছেন সাকলাইন

  ক্রীড়া প্রতিবেদক

০১ ডিসেম্বর ২০২১, ১৪:৪৯
সাকলাইন মুশতাক (ছবি: সংগৃহীত)

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও পাকিস্তানের অন্তর্বতীকালীন হেড কোচের দায়িত্ব পালন করবেন সাকলাইন মুশতাক। এই তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা।

গত টি-টুয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে পাকিস্তানের অন্তর্বতীকালীন প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন সাকলাইন। তার অধীনে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়েছিল বাবর আজমের দল। এরপর বাংলাদেশ সফরেও দায়িত্বে রয়েছেন তিনি।

বাংলাদেশ সফরেও সফল পাকিস্তান দল। টি-টুয়েন্টি সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ করার পর জয় পেয়েছে প্রথম টেস্টও। দলের এমন পারফরম্যান্সের পর চাকরির মেয়াদ বাড়ছে প্রধান কোচের।

পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, 'ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেট সিরিজে পাকিস্তান জাতীয় দলের অর্ন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব চালিয়ে যাবেন সাকলাইন মুশতাক।'

প্রধান কোচ পরবর্তী সিরিজে টিকে গেলেও মেয়াদ বাড়ছে না বোলিং কোচ ও ব্যাটিং কোচের। এবার দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করছে তারা। খুব শীঘ্রই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পিসিবি।

পিসিবি কর্মকর্তা আরও বলেন, 'অল্প কিছুদিনের মধ্যেই আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। একটি বিষয় নিশ্চিত যে, সাকলাইন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য দলের প্রধান কোচের দায়িত্বে থাকবে।'

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড