• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

'একটি সার্জারি করাতে হয়েছে...দ্রুতই আরও একটি সার্জারি করাতে হবে'

  অধিকার ডেস্ক    ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪১

সাকিব আল হাসান
হাসপাতালে সাকিব আল হাসান

বাঁহাতের আঙুলের পুরনো ব্যথা বাড়ায় বুধবার রাতে সংযুক্ত আরব থেকে দেশে ফেরেন সাকিব আল হাসান। চোট নিয়েই মরুদেশটিতে এশিয়া কাপের আসরে বাংলাদেশের তারকা অলরাউন্ডার খেলতে গিয়েছিলেন। খেলেন প্রথম চার ম্যাচে। তবে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচের আগে ব্যথা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় না খেলেই দেশের বিমান ধরেন বাঁহাতি তারকা।

দেশে ফিরে সাকিব চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর, তার চোট কতটা খারাপ আকার ধারণ করেছে তা জানা গেছে। এরই মধ্যে তার বাঁহাতে একটি সার্জারি করানো হয়েছে। তবে তাকে আরও একটি সার্জারি করাতে হবে। শুক্রবার দুপুরে সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অফিসিয়াল পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। 'দৈনিক অধিকার'- এর পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।

'হাতের ব্যথায় যখন দল ছেড়ে দেশে ফিরছি তখনও বুঝতে পারিনি এত খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে।

দেশে আসার পর প্রচণ্ড ব্যথা অনুভব ও হাত অস্বাভাবিক রকম ফুলে যাওয়ায় দ্রুত হসপিটালে এডমিট হয়ে একটি সার্জারি করাতে হয়েছে। আঙুলের ভেতর ইনফেকশনের ফলে ৬০-৭০ সে. মি. পুঁজ বের করতে হয়েছে।

আপনাদের দোয়ায় খুব অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে এই যাত্রায় রক্ষা পেয়েছি, তবে দ্রুতই আরও একটি সার্জারি করাতে হবে।

আপনাদের সকলের দোয়া প্রার্থনা করছি, আপনাদের দোয়া ও ভালবাসায় দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে পারি। ধন্যবাদ।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড