• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাতারের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২০, ২২:০৪
বাংলাদেশ
বাংলাদেশ ফুটবল দল (ছবি : সংগৃহীত)

কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের ফিরতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত দশটায়। দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস খেলাটি সরাসরি সম্প্রচার করছে।

এ ম্যাচে গোলপোস্টের নিচে অভিজ্ঞ আশরাফুল ইসলাম রানা নয়, তরুণ আনিসুর রহমান জিকোর ওপরই আস্থা রাখলেন জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। রাত

গত ১৩ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছে বসুন্ধরা কিংসের ২৩ বছর বয়সী গোলরক্ষক জিকোর। ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচটি তিনি খেলতে নামবেন বিশ্বকাপ বাছাইয়ের।

বাংলাদেশ দলে আরেকটি বড় পরিবর্তন হবে আক্রমণভাগে। প্রধান স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন পুরোপুরি ফিট না থাকায় তাকে একাদশে রাখা হয়নি। নেপালের বিপক্ষে দুর্দান্ত গোল করা সুফিলই হলেন জেমির একাদশে নাবিব নেওয়াজের বিকল্প।

এর বাইরে জেমির প্রথম একাদশের চিত্রটা থাকছে আগের মতোই। রক্ষণাত্মক কৌশলে দল সাজিয়েছেন জেমি। ডিফেন্সে রয়েছেন তপু বর্মন, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ ও রিয়াদুল হাসান। মাঝমাঠে অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে রয়েছেন সোহেল রানা, বিপলু আহমেদ ও ইব্রাহিম। আক্রমণভাগে সাদউদ্দিনের সঙ্গে রয়েছেন মাহবুবুর রহমান সুফিল।

বাংলাদেশ একাদশ

আনিসুর রহমান জিকো, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ. রহমত মিয়া, রিয়াদুল হাসান, জামাল ভূইয়া, সোহেল রানা, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সাদউদ্দিন ও মাহবুবুর রহমান সুফিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড