• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেসি-রামোসদের পেছনে ফেলে ‘গোল্ডেন ফুট’ জিতলেন রোনালদো

  ক্রীড়া ডেস্ক

০২ ডিসেম্বর ২০২০, ১৬:২৬
রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো (ছবি : সংগৃহীত)

আরও একটি অর্জনে নাম লেখালেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৮তম গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন জুভেন্তাসের এ ফুটবলার। লিওনেল মেসি, রবার্ট লেওয়ানডস্কি, মোহাম্মদ সালাহ, সার্জিও রামোসদের মতো ফুটবলারদের পেছনে ফেলে এ অ্যাওয়ার্ড জিতলেন তিনি।

বুধববার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ডায়নামো কিয়েভের বিপক্ষে মাঠে নামার আগে এই সুখবর পেলেন তিনি। প্রতিবছর সেরা ১০ জন ফুটবলারের তালিকা থেকে একজনকে বাছাই করে বিশ্বের নানা প্রান্তে থাকা ফুটবল প্রেমীরা।

জুভেন্টাস মহাতারকার সঙ্গে তালিকায় ছিলেন বার্সেলোনার মেসি, বায়ার্ন মিউনিখের লেওয়ানডস্কি, লিভারপুলের সালাহ। এছাড়া পিএসজির নেইমার, রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস, ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো, বার্সার জেরার্ড পিকে, ইন্টার মিলানের আর্তুরো ভিদাল ও জুভেন্টাসের জিওর্জিও চিলিনি।

৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মৌসুমে সিরি আ’তে পাঁচ ম্যাচে মাঠে নেমে তুলেছেন আট গোল। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগে দুটি ম্যাচ খেলে করেছেন একটি গোল।

এদিকে প্রথমবারের মতো দেয়া গোল্ডেন ফুট প্রেস্টিজ অ্যাওয়ার্ডও জিতে নিয়েছেন জুভেন্টাসের প্রেসিডেন্ট আন্দ্রিয়া অ্যাগনেলি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড