• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুমিনুলের আঙুলে অস্ত্রোপচার লাগবে

  ক্রীড়া ডেস্ক

৩০ নভেম্বর ২০২০, ১৬:১৪
মুমিনুল
ছবি : সংগৃহীত

সম্প্রতি করোনা ভাইরাসমুক্ত হয়েছিলেন দেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সুস্থ হয়ে অংশ নিয়েছিলেন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টে। তবে মাত্র দুই ম্যাচ খেলেই আঙুলে চোট পান এ ক্রিকেটার। এবার জানা গেল, চোট পাওয়া আঙুলে অস্ত্রোপচার করাতে হবে।

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ থেকে ইতোমধ্যেই ছিটকে গেছেন মুমিনুল। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে শুরু থেকে খেলতে পারবেন কিনা এ টেস্ট অধিনায়ক, সেটি নিয়েও আছে শঙ্কা।

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বললেন, ‘মুমিনুলের অপারেশন লাগবে মনে হচ্ছে। অপারেশন তাড়াতাড়ি করানোই ভালো।’

বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল ডান হাতের তর্জনীতে যে ধরনের চোট পেয়েছেন, এমনিতেই চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতো তাকে। অপারেশনের কারণে ফেরার অপেক্ষা আরও বাড়তে পারে।

দেবাশীষ দেশেই অস্ত্রোপচারের পক্ষে। বললেন, ‘বিদেশ পাঠালে ভিসার ব্যাপার আছে, কোয়ারেন্টাইনের ব্যাপার আছে। এটা নিয়েই কথা বলছি। এই টুর্নামেন্ট (বঙ্গবন্ধু কাপ) খেলতে পারছে না এটা নিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে এত তাড়াতাড়ি মন্তব্য করা ঠিক হবে না।’

শনিবার দুপুরের ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের তর্জনীতে চোট পান গাজী গ্রুপ চট্টগ্রামের মুমিনুল। খুব বেশি ব্যথা না থাকায় পরে ব্যাটিংও করেন। রোববার আঙুল ফুলে ওঠে। ধীরে ধীরে বাড়তে থাকে ব্যথাও।

এক্স-রে করে দেখা যায় আঙুলে চিড় ধরেছে। সোমবার অ্যাপোলোর বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখে জানান করাতে হবে অস্ত্রোপচার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড