• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে যারা

  ক্রীড়া ডেস্ক

২৫ নভেম্বর ২০২০, ১৮:০৪
রিয়াল
অনুশীলনে ব্যস্ত রিয়াল ফুটবলাররা (ছবি : সংগৃহীত)

চ্যাম্পিয়ন্স লিগের জমজমাট লড়াইয়ে বুধবার রাতে মাঠে নামবে ইউরোপ সেরা বেশ কয়েকটি ক্লাব। ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, লিভারপুল, রিয়াল মাদ্রিদের মতো জায়ান্টরা।

টুর্নামেন্টের গ্রুপ বি’র বিগ ম্যাচে রাত ২টায় ইন্টার মিলানের মাঠে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। অধিনায়ক রামোসসহ বেশ কয়েকজন তারকা খেলোয়াড় ইনজুরিতে থাকায় পূর্ণ শক্তির দল নিয়ে একাদশ সাজাতে পারবেন না রিয়াল কোচ জিদান। তবে করোনা মুক্ত হয়ে ফিরেছেন ক্যাসেমিরো।

এছাড়া টুর্নামেন্টে ৩ ম্যাচ খেলে মাত্র ৪ পয়েন্ট ঝুলিতে জমা করেছে রিয়াল, ফলে গ্রুপ পর্বেই বাদ পড়ার শঙ্কা রয়েছে তাদের। টিকে থাকতে এ ম্যাচ জিততেই হবে তাদের। অন্যদিকে ইন্টারও রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। তাদেরও জয়ের বিকল্প নেই।

চার নভেম্বর ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচে ইন্টারকে ৩-২ গোলে হারিয়েছিল জিদানের মাদ্রিদ।

অন্যদিকে ইন্টার মিলানের বড় কোন তারকার চোট সমস্যা নেই। তবে করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন মার্সেলো ব্রোজোভিচ, আলেকজেন্ডার কোলারভ ও ড্যানিয়েল প্যাডেলি।

এ গ্রুপের ম্যাচে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। বায়ার্নের প্রতিপক্ষ সালজবুর্গ ও অ্যাতলেটিকোর প্রতিপক্ষ লোকোমটিভ মস্কো। ৩ ম্যাচে ৩ জয়ে গ্রুপের শীর্ষে রয়েছে বায়ার্ন। তিন ম্যাচে সমান এক জয়, হার ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাতলেটিকো।

ডি গ্রুপে মাঠে নামবে লিভারপুল ও আতালান্তা। আরেক ম্যাচে আয়াক্সের প্রতিপক্ষ মিডটাইল্যান্ড। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে লিভারপুল। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আয়াক্স।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড