• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইসিসির পেজে সিলেটের ছবি 

  ক্রীড়া ডেস্ক

২০ নভেম্বর ২০২০, ২১:৫০
আইসিসি
ছবি : সংগৃহীত

এ দেশের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেট। আর তাই সুযোগ পেলেই ব্যাট-বল নিয়ে মাঠে নেমে যায় ক্রিকেটপ্রেমীরা। মাঠের স্বল্পতায় অনেক সময় রাস্তায়, বাড়ির আঙিনায়ই খেলতে নেমে পড়ে ক্রিকেটপাগল মানুষেরা।

বাংলাদেশের ক্রিকেট খেলার তেমনই এক মুহূর্ত নজর কেড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজে করে নিয়েছে সিলেট থেকে তোলা ক্রিকেট খেলার একটি ছবি। ছবিটিতে ইতোমধ্যে ৬০ হাজারেরও বেশি মানুষ ‘লাইক’ করেছেন। মন্তব্য করেছেন প্রায় ২ হাজার মানুষ।

ছবিটি তুলেছেন সজল সরকার নামের এক ব্যক্তি। তবে সিলেটের ঠিক কোন স্থান থেকে ছবিটি তোলা হয়েছে, তা উল্লেখ করেনি আইসিসি।

গতকাল (১৯ নভেম্বর) প্রকাশ করা এই ছবিতে দেখা গেছে, পাশাপাশি দুটি টিনশেডের ঘরের ঠিক মধ্যবর্তী সামান্য ফাঁকা স্থানে তিনজন মিলে ক্রিকেট খেলছেন। বল থাকলেও ব্যাট ও স্টাম্প ছিল না। ব্যাট হিসেবে কাঠের একটি টুকরো এবং স্টাম্প হিসেবে প্লাস্টিকের ড্রাম ব্যবহার করতে দেখা গেছে। ছবিটির ক্যাপশনে আইসিসি লিখেছে, ‘শর্ট লেগের জন্য কোনো জায়গা নেই।’

একইসঙ্গে ফেসবুকে অনুসরণকারীদের কাছে আইসিসি জানতে চেয়েছে ‘কতোটুকু স্বল্প জায়গায় আপনি ক্রিকেট খেলেছেন? খেলার নিয়ম কী ছিল?’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড