• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘ক্লান্ত’ মেসি মুক্তি চান

  ক্রীড়া ডেস্ক

১৯ নভেম্বর ২০২০, ১৪:৫৮
মেসি
লিওনেল মেসি (ছবি : সংগৃহীত)

সময়টা ভালো যাচ্ছে না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। মৌসুমের শুরুতে চেয়েছিলেন শৈশবের ক্লাব বার্সেলোনা ছেড়ে যেতে। চুক্তির মারপ্যাচে আরও এক মৌসুম বাধ্য হয়েছেন বার্সায় থাকতে। তবে নতুন মৌসুমে এ ক্ষুদে জাদুকর দেখাতে পারছেন না পায়ের জাদু। যাচ্ছেতাই পারফর্ম্যান্স ও গোলখরায় কাটছে মেসির এ মৌসুম।

বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনাকারীরাও ঘিরে বসে আছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। ক্লাব সতীর্থ অ্যান্টনিও গ্রিজম্যানের ফর্মহীনতার জন্য তো মেসিকেই দায়ী করে বসে আছেন ফরাসি ফরোয়ার্ডের এজেন্ট এরিক অলহাটস। ক্ষোভে, বিরক্ত হয়ে বার্সা মহাতারকা তাই বলেই বসলেন, এসব শুনতে শুনতে ভীষণ ক্লান্তি পেয়ে বসেছে তাকে।

নেইমারের বিকল্প হিসেবে বার্সায় এসে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ২০১৮ বিশ্বকাপজয়ী গ্রিজম্যান। দুই মৌসুমে পেয়েছেন মাত্র ১৫ গোল। যার পেছনের কারণ হিসেবে ফরাসি ফরোয়ার্ডের কোনো দায় দেখছেন না তার এজেন্ট এরিক অলহাটস। ফ্রান্স ফুটবলকে দেয়া সাক্ষাৎকারে গ্রিজম্যানের নিষ্প্রভ থাকার দায়টা অধিনায়ক মেসির কাঁধে তুলে দিয়েছেন তিনি।

‘অ্যান্টনিও এক বিপর্যস্ত ক্লাবে এসেছে, যেখানে সবকিছুতে মেসি নজর রাখে। সে এখানে একইসঙ্গে রাজা ও সম্রাট, অ্যান্টনিওর আসাটা সে ভালোভাবে নেয়নি। মেসির আচরণ দুঃখজনক। সবসময় শুনছি যে মেসির সঙ্গে অ্যান্টনিওর কোনো সমস্যা নেই, কিন্তু ভালোও তো নয়। সেখানে ত্রাসের সাম্রাজ্য চলছে। হয় মেসির পক্ষে যাবেন নয়তো তার বিরুদ্ধে।’

‘গত মৌসুমে যখন গ্রিজম্যান এলো, মেসি তার সঙ্গে কথা বলেনি এবং পাসও দেয়নি। বুঝতে পারছিলাম সে ওখানে মানিয়ে নিতে পারছে না।’

অলহাটসের এমন মন্তব্যের পক্ষে-বিপক্ষে মেসির জবাব চাইতে বার্সেলোনার এল প্রাত বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন সাংবাদিকরা। ৩৩ বছর বয়সী তারকার কাছে জবাব চাইতেই বিরক্তি চেপে রাখতে পারেননি তিনি। মেসি এসব অভিযোগের বিপরীতে কড়া প্রতিক্রিয়াই দেখিয়ে বলেন, ‘আমি সত্যি সত্যি এসব বানোয়াট অভিযোগের জবাব দিতে দিতে ক্লান্ত। আমি এর থেকে মুক্তি চাই।’

বিমানবন্দরেও সময়টা ভালো কাটেনি মেসির। বিশ্বকাপ বাছাইপর্ব শেষে আর্জেন্টিনা থেকে ১৫ ঘণ্টার ফ্লাইট শেষে এল প্রাতে নামার পর তাকে জবাবদিহি করতে হয়েছে স্প্যানিশ কর কর্তৃপক্ষের কাছেও। মেসি ও তার ব্যক্তিগত বিমানের পাঁচ ফ্লাইট ক্রুর কর প্রদানের বৈধ কাগজপত্র চেয়ে বসে স্প্যানিশ কর কর্তৃপক্ষ। এসময় তাকে বিমান ও ক্রুদের করও প্রদান করতে হয়েছে। বিষয়টি নিয়ে যথেষ্ট বিরক্তি দেখা গেছে মেসির মধ্যে।

‘১৫ ঘণ্টা ফ্লাইট শেষে আমাকে কর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আসতে হল। যতসব পাগলামি!’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড