• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

দক্ষিণ আফ্রিকা সফরে যাবে পাকিস্তান

  ক্রীড়া ডেস্ক

২৭ অক্টোবর ২০২০, ১৭:০৭
পাকিস্তান
পাকিস্তান ক্রিকেট দল (ছবি : সংগৃহীত)

করোনা মহামারিতে বেশ কয়েকমাস বন্ধ ছিল সবধরনের ক্রিকেট। ফলে স্থগিত হয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সূচি। এছাড়া চলতি বছরে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক টুর্নামেন্টের সঙ্গে স্থগিত হয়ে যায় আইসিসির বৈশ্বিক আসরও। তবে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করেছে, আর তাই ফিরতে শুরুর করেছে ক্রিকেট।

ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে পাকিস্তান। ইংল্যান্ড সফর দিয়ে মাঠে ফিরেছে তারা। মিসবাহ উল হকের শিষ্যরা চলতি মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে দ্বিপাক্ষিক সিরিজও।

পুরনো সূচি অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফর করার কথা ছিল পাকিস্তানের। এই সফর পেয়েছে নতুন সূচি।

মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, আগামী বছরের এপ্রিলে বিশ্বকাপ সুপার লিগের ৩ টি ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়টি।

এছাড়াও পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ সফর সূচিতে রেখেছে জিম্বাবুয়ে সফরও। এই সফরে থাকবে দুটি টেস্ট ও ৩টি টি-টুয়েন্টি ম্যাচ। সূচি চূড়ান্ত হবে দুই বোর্ডের পরবর্তী সভায়।

এদিকে আসছে নভেম্বর-ডিসেম্বরে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে রয়েছে জিম্বাবুয়ে দল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড