• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবসরের ভুয়া সংবাদ ছড়ানোয় আইনি পদক্ষেপ নেবেন পগবা

  ক্রীড়া ডেস্ক

২৭ অক্টোবর ২০২০, ১৫:১৪
পল পগবা
পল পগবা (ছবি : সংগৃহীত)

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম বিদ্বেষী মন্তব্যর জেরে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিতে চলেছেন মুসলিম ফুটবলার পল পগবা। এমন এক সংবাদ প্রকাশ করে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো। যার মধ্যে অন্যতম ছিল ‘দ্য সান’।

যুক্তরাজ্যের এই প্রভাবশালী দৈনিক মধ্যপ্রাচ্য ভিত্তিক ওয়েবসাইট ওয়ান নাইনটি ফাইভ স্পোর্টসের বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বলা হয়, ‘গত শুক্রবার ম্যাক্রোঁ তার বক্তব্যে ইসলাম ও মুসলিমদের প্রতি আরও আক্রমণাত্মক মন্তব্য করেন। ফ্রেঞ্চ প্রেসিডেন্টের এমন বক্তব্যের পরই দেশটির হয়ে বিশ্বকাপ জয়ী তারকা পগবা জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত নিতে চলেছেন।’

এরপর মুহূর্তে ভাইরাল হয়ে যায় নিউজটি। তবে শেষ পর্যন্ত পগবা নিশ্চিত করেন, এই সংবাদটি মিথ্যা। ইনস্টাগ্রামে দ্য সানের সংবাদটি পোস্ট করে পগবা লেখেন, ‘মিথ্যা সংবাদ, এটি মেনে নেয়া যায় না।’

ইন্সটাগ্রামে দেওয়া প্রতিক্রিয়ায় পগবা আরও জানিয়েছেন তিনি কতটা ক্ষুব্ধ, ‘আমি নিজে যে কোনও ধরনের জঙ্গিবাদ ও সহিংসতার বিরুদ্ধে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, গণমাধ্যমের কিছু ব্যক্তি সংবাদ লেখার ক্ষেত্রে দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করেছে। সংবাদ পত্রের স্বাধীনতাকে অন্যায়ভাবে ব্যবহার করেছে। সত্যিটা সেটা না জেনে সংবাদ পরিবেশন করেছে। অথচ সাধারণ মানুষ ও আমার জীবনে এর কী প্রভাব পড়তে পারে তার তোয়াক্কা না করেই এ ধরনের গুজব রটানো হয়েছে।’

তাই এসব ঘটনা যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন পগবা, ‘এসব ভুয়া খবর ছড়ানোয় আমি সেসব প্রকাশক ও ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড