• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইনজুরিতে মুশফিক

  ক্রীড়া ডেস্ক

২২ অক্টোবর ২০২০, ১৬:০৭
মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম (ছবি : সংগৃহীত)

মাঠে ক্রিকেট ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই ধারাবাহিকতায় চলছে তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপ টুর্নামেন্ট। আর এ টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলাকালীন সময়ে ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি প্রেসিডেন্টস কাপে লিগ পর্বের ষষ্ঠ ও শেষ ম্যাচে তামিম একাদশের বিপক্ষে ডান কাঁধের ইনজুরিতে পড়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক।

এই টুর্নামেন্টে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন নাজমুল একাদশের হয়ে খেলেছেন মুশফিক। ম্যাচে উইকেটের পেছনে তামিম একাদশের ব্যাটসম্যান ইয়াসির আলীর ক্যাচ ধরতে গিয়ে কাঁধে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন মুশফিক। বোলার ছিলেন পেসার আল-আমিন হোসেন।

চেষ্টা করেও ক্যাচটি ধরতে পারেননি মুশফিক। তবে তার ইনজুরি সর্ম্পকে এখনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

নাজমুল একাদশের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন মুশফিক। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি। সেঞ্চুরির পর, তৃতীয় ও চতুর্থ ম্যাচে টানা দুটি হাফ-সেঞ্চুরি করেন মুশি।

বুধবারও ৫১ রানের ইনিংস খেলেন মুশফিক। তার হাফ-সেঞ্চুরিতে নাজমুল একাদশ ১৬৫ রানের সংগ্রহ পায়। মুশফিকের দল জয় পেয়েছে ৭ রানে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড