• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

টানা ১৬ মৌসুম গোল করার রেকর্ড ছুঁলেন মেসি

  ক্রীড়া ডেস্ক

২১ অক্টোবর ২০২০, ১৬:০৪
লিওনেল মেসি
লিওনেল মেসি (ছবি : সংগৃহীত)

চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে উড়ন্ত সূচনা পেয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেঙ্কভারোসকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। এক গোল করার পাশাপাশি এক অ্যাসিস্ট করেছেন দলের তারকা ফুটবলার লিওনেল মেসি।

এ ম্যাচে গোল করে রায়ান গিগসের রেকর্ডে ভাগ বসালেন লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এ উইঙ্গারের ১৬ মৌসুমে গোল করার কৃতিত্বের ভাগীদার হলেন আর্জেন্টাইন এ সুপারস্টার।

মেসির রেকর্ড ছোঁয়ার রাতে দশ জনের বার্সেলোনা মেতে উঠল গোল উৎসবে। কাতালানরা ৫-১ গোলে উড়িয়ে দিলো হাঙ্গেরিয়ান প্রতিপক্ষ ফেরেঙ্কভারোসকে।

ন্যু ক্যাম্পে পেনাল্টি থেকে বার্সাকে এগিয়ে দেন প্রাণভোমরা মেসি। ইউরোপ সেরাদের লড়াইয়ে এটি তার ১১৬তম গোল।

এরপর একে একে গোল করেন আনসু ফাতি, ফিলিপ্পে কুতিনহো। তবে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জেরার্ড পিকে।

সিনিয়র দলের হয়ে প্রথম গোল করেন ১৭ বছরের পেদ্রি। ব্যবধান আরও বাড়িয়ে দেন ওসমান ডেম্বেলে। ফরাসি তারকার গোলে সহায়তা করেন মেসি।

প্রতিপক্ষ ফেরেঙ্কভারোসের হয়ে একটি গোল শোধ করেন ইহোর খারাতিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড