• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা আতঙ্কে বন্ধ যুবদলের অনুশীলন

  ক্রীড়া প্রতিবেদক

১৫ অক্টোবর ২০২০, ২০:৫৯
বিসিবি
বিশ্বকাপজয়ী বাংলাদেশ যুবদল (ছবি : সংগৃহীত)

অনূর্ধ্ব-১৯ দলের স্কিল ক্যাম্প আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পের ক্রিকেটারদের মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাময়িক বিরতির পর ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে বিসিবির। তবে সে ক্ষেত্রে কমে আসবে ক্যাম্পের ব্যাপ্তি।

বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কায়সার জানিয়েছেন, চার সপ্তাহের স্কিল ক্যাম্পের ব্যাপ্তি কিছুটা কমে আসবে। এদিকে যুব দলের নতুন স্কোয়াডের ক্রিকেটারদের মধ্যে করোনার উপসর্গ দেখা দেওয়ায় স্কিল ক্যাম্প বন্ধ ছিল বুধ ও বৃহস্পতিবার (১৪ ও ১৫ অক্টোবর)।

গত ১ অক্টোবর থেকে বিকেএসপিতে শুরু হয় নবগঠিত অনূর্ধ্ব-১৯ দলের স্কিল ক্যাম্প। তার আগে আরও একটি ক্যাম্প থেকে অনূর্ধ্ব-১৯ দলের জন্য ২৮ সদস্যের স্কিল স্কোয়াড বাছাই করা হয়। ক্যাম্প চলাকালে কয়েকজন ক্রিকেটারের মধ্যে দেখা গেছে করোনার উপসর্গ। তাই সাবধানতাবশত অনুশীলন দুইদিন বন্ধ ছিল। উপসর্গ দেখা দেওয়া ক্রিকেটারদের বিচ্ছিন্ন রেখে আগামী শনিবার বা রবিবার থেকে আবারো ক্যাম্প শুরুর কথা রয়েছে।

আবু এনাম মোহাম্মদ কায়সার বলেন, ‘করোনার জন্য ঠিক বলব না এটা, তবে আমাদের দুইদিন অনুশীলন বন্ধ ছিল। বুধবার, বৃহস্পতিবার এ দুইদিন অনুশীলন বন্ধ রেখেছি, আর শুক্রবার তো অনুশীলন বন্ধই থাকে। দুই-একজন ক্রিকেটারের মাঝে উপসর্গ দেখেছি। যারা যারা ওদের সংস্পর্শে ছিল, বিশেষ করে একটা রুমের মধ্যে একটা ক্রিকেটার হাঁচি-কাশি দিচ্ছে তো অন্য ক্রিকেটার যারা ওর রুমমেট আছে, তাদের অনুশীলন আমরা কিছু দিনের জন্য বন্ধ করে দিয়েছি।’

ভাইরাস সংক্রমণের শঙ্কায় সতর্কতার অংশ হিসেবে অনুশীলন বন্ধ উল্লেখ করে তিনি জানিয়েছেন, নতুন করে প্রত্যেক ক্রিকেটারের করোনা পরীক্ষার পর ফের অনুশীলন শুরু হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড