• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিয়ম ভেঙে সমালোচিত ভারতের উথাপ্পা

  ক্রীড়া ডেস্ক

০১ অক্টোবর ২০২০, ২০:০৩
রবিন উথাপ্পা
রবিন উথাপ্পা (ছবি : সংগৃহীত)

দীর্ঘ তিন মাস স্থগিত থাকার পর শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ভারতে বেশি হওয়ায় ভারতের পরিবর্তে টুর্নামেন্ট হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এছাড়াও ফাঁকা গ্যালারিতে খেলা হওয়া ছাড়াও বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে মাঠে গড়াচ্ছে এ টুর্নামেন্ট।

এত সতর্কতার পরই বিতর্ক এড়াতে পারছে না আইপিএল। করোনা ভাইরাসের কারণে ক্রিকেটারদের জন্য বলে থুতু লাগানোর উপর আইসিসির নিষেধাজ্ঞা রয়েছে। তবে নিষেধাজ্ঞা থাকলেও ঘটছে বিতর্কিত এ কাণ্ড। দুদিনের ব্যবধানে তিনবার আইপিএলে বলে থুতু লাগানোর ঘটনা ঘটল। কিন্তু টিভির দর্শক বাদে মাঠের কারো চোখে পড়ল না। এই নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন।

প্রথমবার বলে থুতু লাগানোর ঘটনা ঘটে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে। সানরাইজার্সের ইনিংসে বল করছিলেন দিল্লির লেগস্পিনার অমিত মিশ্র। বোলিং করার সময় ‌দুবার তিনি জিহ্বায় আঙুল দেন। তারপর আঙুল বলে লাগিয়ে পালিশ করেন!‌ টিভির ক্যামেরায় স্পষ্ট সে ঘটনা দেখা গেল। কিন্তু কেউ কোনও কথা বললেন না।

এরপর কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচেও একই ঘটনা ঘটে। তৃতীয় ওভারে সুনীল নারিনের ক্যাচ ফেলার পর রবিন উথাপ্পা থুথু লাগান বলে। দুটি ঘটনার স্ক্রিনশট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সম্প্রচারকারী সংস্থা একবারও তার রিপ্লে দেখায়নি। চুপ ধারাভাষ্যকাররাও। বুধবার রাত পর্যন্ত অমিত বা উথাপ্পা, কাউকেই সতর্ক করা হয়নি।

করোনাকালীন সময়ে আইসিসির নতুন নিয়মে ক্রিকেটারের বলে থুথু লাগানো নিষিদ্ধ। এর আগে ইংল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এই ঘটনা দেখা গেলেও তৎক্ষণাত আম্পায়ার সংশ্লিষ্ট ক্রিকেটারকে সতর্ক করেন। বল স্যানিটাইজও করা হয়।

আইপিএলে তা নেই। ঘটনা কেউ দেখতেই পাননি, বল স্যানিটাইজ করা তো দূরের কথা। নতুন নিয়ম ভাল করে জেনে মাঠে নামার পরেও কীভাবে অমিত থুথু লাগালেন?‌ যদি মেনেও নেওয়া হয় অভ্যাসবশত ভুল করেছেন, তাহলে কেন তাঁকে সর্তক করা হবে না? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর নেই কারও কাছেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড