• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাঝারি লক্ষ্য পেল ধোনির চেন্নাই

  ক্রীড়া ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৭
আইপিএল
ম্যাচের মুহূর্ত (ছবি: সংগৃহীত)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ম্যাচে আগে ব্যাট করে মাঝারি সংগ্রহ পেয়েছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করেছে তারা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ভালো শুরু করেন রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। ৪.৪ ওভারে ৪৬ রান সংগ্রহ করেন তারা। ১০ বলে ১২ রান করে চাওলার বলে স্যাম কারানকে ক্যাচ দিয়ে রোহিত আউট হলে ভাঙে এ জুটি। স্কোরবোর্ডে আর ২ রান যোগ হতেই ফেরেন ডি কক। তিনি করেন ২০ বলে ৩৩ রান।

দুই ওপেনারকে হারিয়ে ধাক্কা খায় মুম্বাই। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন সূর্য্যকুমার যাদব ও সৌরভ তিওয়ারী। দলীয় ৯২ রানে ১৬ বলে ১৭ রান করে আউট হন যাদব। তিওয়ারীর ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৪২ রান। তার ৩১ বলের ইনিংসে ছিল ৩টি চার ও একটি ছয়ের মার।

বাকিদের মধ্যে কাইরন পোলার্ড ১৮, হার্দিক পান্ডে ১৪ ও জেমস প্যাটিনসন ১১ রান করলে লড়াইয়ের পূঁজি পায় মুম্বাই।

চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন লুঙ্গি এনগিডি। এছাড়া রবিন্দ্র জাদেজা ও দিপক চাহার নেন ২টি করে উইকেট।

এ ম্যাচ দিয়েই বিশ্বকাপের পর আবারও ২২ গজে ফিরেছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এছাড়া করোনায় সব ধরণের ক্রিকেট স্থগিত থাকার পর আইপিএল দিয়েই মাঠে ফিরছে ভারতীয় ক্রিকেটাররা।

রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স ও ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস এ ম্যাচে মুখোমুখি হবে। আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক রোহিত। সফলতায় রোহিতের পরেই রয়েছেন ধোনি।

মুম্বাইয়ের জার্সিতে মাঠে নেমেছে কুইন্টন ডি কক, জেমস প্যাটিনসন, কাইরন পোলার্ড ও ট্রেন্ট বোল্ট এ চার বিদেশি। অন্যদিকে চেন্নাইয়ের হয়ে মাঠ মাতাবেন স্যাম কারান,ফাফ ডু প্লেসি, লুঙ্গি এনগিডি ও শেন ওয়াটসন।

করোনা ভাইরাসের কারণে বেশ কয়েক মাস পিছিয়ে শুরু হয়েছে জনপ্রিয় এ টি-টুয়েন্টি লিগ। এছাড়া ভারতের পরিবর্তে আইপিএল হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।

করোনা পরিস্থিতির মধ্যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ায় টুর্নামেন্টে এসেছে ব্যাপক পরিবর্তন। সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটি। ফলে ফাঁকা গ্যালারিতে খেলতে নামবে দলগুলো। এছাড়া হয়নি কোনো উদ্বোধনী অনুষ্ঠান। বাউন্ডারির পাশে কোনো চিয়ারলিডারও দেখা যাবে না।

মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্য্যকুমার যাদব, সৌরভ তিওয়ারী, ক্রুনাল পান্ডে, হার্দিক পান্ডে, কাইরন পোলার্ড, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রন্ট বোল্ট ও জাসপ্রিত বুমরাহ

চেন্নাই সুপার কিংস: মুরলি বিজয়, শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসি, আম্বাতি রাইডু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবিন্দ্র জাদেজা, স্যাম কারান, দিপক চাহার পিযুশ চাওলা ও লুঙ্গি এনগিডি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড