• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বার্সেলোনাকে আদালতে তুলবেন সাবেক কোচ

  ক্রীড়া ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২০, ১২:২৬
ছবি : সংগৃহীত

লিওনেল মেসির ক্লাব ছাড়া বিষয়ক ঝামেলার শেষ হতেই নতুন আরেক সমস্যায় পড়তে চলেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ক্লাবটির সাবেক কোচ কিকে সেতিয়েন সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনার বিপক্ষে আইনি পদক্ষেপ নেবেন।

শুধু সেতিয়েন একাই নয়, আরও তিন কোচ এডের সারাবিয়া, জন পাসকুয়া এবং ফ্রান সটো মিলে তাদের চুক্তির ব্যাপারে যুক্তিযুক্ত সমাধান চাইবে বার্সেলোনার কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বিবৃতির মাধ্যমে এমনটাই জানিয়েছেন সেতিয়েন।

গত মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হেরে বিদায় নিয়েছিল বার্সেলোনা। সেই হারের দায় দিয়ে বরখাস্ত করা হয় কোচ কিকে সেতিয়েনকে। যার অধীনে কোনো শিরোপাই জিততে পারেনি বার্সেলোনা।

সেতিয়েনের বদলে নেদারল্যান্ডসের রোনাল্ড কোম্যানকে দায়িত্ব দিয়েছে বার্সেলোনা। এরই মধ্যে কোম্যানের অধীনে দুইটি ফ্রেন্ডলি ম্যাচও খেলে ফেলেছে ক্লাবটি। অথচ এখন সেতিয়েন দাবি করছেন, বুধবারের (১৬ সেপ্টেম্বর) আগে তাকে বরখাস্ত করার বিষয়ে কোনো লিখিত কোনো চিঠি বা বার্তা দেয়নি বার্সেলোনা।

এদিকে বার্সেলোনা জানিয়েছে সারাবিয়া, পাসকুয়া ও সটোকে ক্লাবে নতুন কোনো দায়িত্ব দেয়া হবে। তবু সেতিয়েনসহ এই ৪ কোচ আইনি লড়াইয়ের পক্ষে। স্প্যানিশ আউটলেট এএসের প্রতিবেদন মোতাবেক, ২০২০-২১ মৌসুমের আগেই চুক্তি বাতিল করায় বার্সার কাছে ৪ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ চাইবেন সেতিয়েন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড